ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সালেহর বাসভবনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মে ১০, ২০১৫
সালেহর বাসভবনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা

ঢাকা: ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত দেশটির সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর বাসভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের জঙ্গি বিমান।

তবে এ হামলায় অালি আব্দুল্লাহ সালেহ অক্ষত রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্রগুলো।



ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থন ও পৃষ্ঠপোষকতা দেয়ার অভিযোগ রয়েছে সাবেক প্রেসিডেন্ট সালেহর বিরুদ্ধে।

স্থানীয় সংবাদমাধ্যম খাবার জানিয়েছে, রোববার সকালে সানায় সালেহর বাসভবন লক্ষ্য করে তিন বার হামলা চালানো হয়। তবে সালেহ ও তার পরিবারের সদস্যরা অক্ষত রয়েছেন।

বৃহস্পতিবার সৌদি আরবের অভ্যন্তরে হুথি বিদ্রোহীদের হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেন জুড়ে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

৩ দশকের শাসনের পর ২০১২ সালে ব্যাপক গণবিক্ষোভের মুখে ক্ষমতা ত্যাগে বাধ্য হন ইয়েমেনের স্বৈরশাসক আব্দুল্লাহ সালেহ। এর পর দেশটির ক্ষমতায় বসেন আব্দুরাব্বু মনসুর হাদি। তাকে স্বীকৃতি দেয় জাতিসংঘ।

কিন্তু গত ফেব্রুয়ারিতে রাজধানী সানা দখল করে মনসুর হাদিকে ক্ষমতা থেকে উৎখাত করে হুথি বিদ্রোহীরা।

হুথি বিদ্রোহীদের মদদ দেয় সালেহর অনুগত ইয়েমেনের সামরিক বাহিনী।
 
এর প্রতিক্রিয়ায় গত ২৬ মার্চ থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সালেহ অনুগ অনুগত বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযানে নামে সৌদি নেতৃত্বাধীন আরব রাষ্ট্রগুলোর জোট।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মে ১০, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।