ঢাকা: ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলে ৫০০ রোহিঙ্গাবাহী দু’টি নৌকা আটক করেছে স্থানীয় কোস্টগার্ড ও পুলিশ। তবে, এদের মধ্যে মায়ানমারের পার্শ্ববর্তী একাধিক দেশের কয়েকজন নাগরিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির অভিবাসন বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার (১০ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
জাকার্তায় নিযুক্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ডেপুটি চিফ অব মিশন স্টিভ হ্যামিল্টন বলেন, রোহিঙ্গাদের বিশাল বহরটি আচেহ প্রদেশের ম্যানতাং পুনতংয়ের উদ্দেশে যাচ্ছিল এবং রোববারই সেখানে পৌঁছানোর কথা ছিল তাদের।
তিনি জানান, নারী ও শিশুসহ একটি নৌকায় ৪৩০ জন ছিল, আরেকটিতে ছিল ৭০ জন। এদের মধ্যে বেশ কিছু লোককে স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে।
স্বদেশে অধিকার বঞ্চিত এবং নির্যাতনের শিকার হয়ে প্রায় কয়েক দশক ধরে মালয়েশিয়া-ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে পাড়ি জমিয়ে আসছে মায়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের লোকেরা। ধারণা করা হচ্ছে, এই বহরটিও ইন্দোনেশিয়ায় আবাস পেতে সাগরপথে সেখানে পাড়ি জমিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মে ১০, ২০১৫/আপডেট ১৪৪০ ঘণ্টা
এইচএ/