ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিন লাদেনের মৃত্যুর সত্যতা `নিশ্চিত` করেছে আল-কায়েদা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, মে ৭, ২০১১
বিন লাদেনের মৃত্যুর সত্যতা `নিশ্চিত` করেছে আল-কায়েদা

ওয়াশিংটন: আল-কায়েদা তাদের নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা সার্চ ফর ইন্টারন্যাশনাল টেরোরিস্ট এনটিটিজ (এসআইটিই) শুক্রবার এ তথ্য জানায়।



ইসলামী চরমপন্থী সংগঠনগুলোর অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা এসআইটিই বলেছে, শুক্রবার জিহাদিস্ট ফোরামে আল-কায়েদার এক বিবৃতিতে সংগঠনের প্রধান বিন লাদেনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিন লাদেনের রক্ত `বৃথা` যাবে না। এ মৃত্যু যুক্তরাষ্ট্রের জন্য `অভিশাপ` হবে। দেশ ও বিদেশে আমেরিকান ও তাদের চররা ভয়ানক পরিণতির মুখে পড়বে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর হামলা অব্যাহত রাখারও ঘোষণা দেয় সংগঠনটি।

এদিকে শুক্রবার জুমার নামাজের পর পাকিস্তানের অনুমতি না নিয়ে সেখানে মার্কিন বাহিনীর অভিযান ও বিন লাদেনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।

আবোটাবাদে সমবেত হাজারখানেক বিক্ষোভকারী টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় তারা যুক্তরাষ্ট্রের পতন হোক বলে শ্লোগান দেয়।

সোমবার ভোররাতে পাকিস্তানের আবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিন লাদেনকে হত্যা করে মার্কিন বাহিনী। পরে টেলিভিশন ভাষণে বিষয়টি বিশ্বকে জানান যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট বারাক ওবামা।

বাংলাদেশ সময়: ০৮৫০ঘণ্টা, মে ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।