ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুই দিনে ভূমধ্যসাগরে উদ্ধার সাড়ে তিন হাজার অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মে ১৫, ২০১৫
দুই দিনে ভূমধ্যসাগরে উদ্ধার সাড়ে তিন হাজার অভিবাসী সংগৃহীত

ঢাকা: গত দুই দিনে ভূমধ্যসাগর থেকে সাড়ে তিন হাজারের বেশি অভিবাসী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালি।

এই অভিবাসীরা আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপ পাড়ি জমানোর চেষ্টা করছিলেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



উদ্ধার করা অভিবাসীদের মধ্যে ৬শ’ জনকে ইতালিতে সিসিলির কাতানিয়া বন্দরে নেওয়া হয়েছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

এছাড়া লিবীয় উপকূল থেকেও আড়াই হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালির কোস্টগার্ড।

উদ্ধার করা অভিবাসীদের বেশিরভাগই সোমালিয়া ও নাইজেরিয়ার অধিবাসী বলে জানিয়েছে কাতানিয়া বন্দর কর্তৃপক্ষ।

অভিবাসীদের একজন, ২০ বছর বয়সী গর্ভবতী মহিলা সান্ড্রা ডাইক জানান, বোকো হারামের আতঙ্কে তারা দেশ ছাড়তে চেয়েছিলেন।

তিনি বলেন, নাইজেরিয়ায় উপাসনালয়সহ কোনো লোকালয়েই যাওয়া এখন নিরাপদ নয়। বোকো হারামের বোমা হামলার আতঙ্কে ভোগে সবাই সেখানে।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, মে ১৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।