ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কেপটাউন: পর্যটকদের পছন্দের শীর্ষে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, মে ৭, ২০১১
কেপটাউন: পর্যটকদের পছন্দের শীর্ষে

ঢাকা: ২০১১ সালে ভ্রমণের জন্য পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় শহর নির্বাচিত হয়েছে দক্ষিণ আফ্রিকার কেপটাউন। ভ্রমণসংক্রান্ত সবচেয়ে বড় ওয়েবসাইট ট্রিপঅ্যাডভাইজার.কম-এর জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।



‘ট্রাভেলার্স চয়েস ডেস্টিনেশন অ্যাওয়ার্ডস ২০১১’ পুরস্কারে ভূষিত করা হয়েছে শহরটিকে। এ পুরস্কারের জন্য তিনটি তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকাগুলোয় যুক্তরাজ্যের ২৫টি, ইউরোপের শীর্ষ দশ এবং বিশ্বের শীর্ষ দশটি শহরের নাম প্রকাশ করা হয়েছে।

লন্ডনের জন্য ভাল খবর হচ্ছে, ২০১২ সালে অলিম্পিক গেমস আয়োজন করতে যাচ্ছে শহরটি। বিশ্বের ভ্রমণকারীরা ইংল্যন্ডের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য হিসেবে নির্বাচন করেন এ শহরকে। ইউরোপ ও বিশ্বের ভ্রমণ তালিকায় ইংল্যান্ডের এই রাজধানী শহরটি যথাক্রমে তৃতীয় ও অষ্টম স্থান অধিকার করেছে। ইউরোপের অন্য প্রতিদ্বন্দ্বী প্যারিস ও রোমের কাছে পরাজিত হয়েছে লন্ডন।

বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় শহর কেপটাউনের পরই রয়েছে যথাক্রমে সিডনি ও পেরুর মাচু পিচু। ইংল্যান্ডে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে এডিনবার্গ ও বাথ শহর দুটি। ইউরোপের ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে প্যারিস ও রোম।

ট্রিপঅ্যাডভাইজারের মুখপাত্র এমা ও’বয়েল বলেন, ‘কেপটাউন অবশ্যই বিশ্বের তাবৎ শহরকে হারাতে পারে। শহরটির মনোরম দৃশ্যাবলি, বেগুনি বর্ণের বিস্তীর্ণ আকাশ-পাহাড়-নদী এবং চমৎকার আবহাওয়ার কারণে। গত বছর শহরটি বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে। ’ বিখ্যাত উত্তমাশা অন্তরীপ বা কেপ অব গুড হোপের কাছাকাছি শহরটি অবস্থিত। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম এ শহরটি মাদার সিটি নামেও পরিচিত।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মে ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।