জাকার্তা: ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলে ২৭ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র শনিবার এ কথা জানিয়েছেন।
মুখপাত্র বামবাং এরভান বার্তা সংস্থা এএফপিকে জানান, পশ্চিম পাপুয়া প্রদেশের নিকটে বিমানটি সমুদ্রে পতিত হয়েছে। যাত্রীদের কেউ বেঁচে আছেন কিনা তা নিশ্চিত করে জানা যায়নি।
তিনি আরো জানান, বিমানটিতে ২১ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। খারাপ আবহাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মে ০৭, ২০১১