ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লাদেন হত্যার বদলা নেবে আল কায়েদা

আন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মে ৭, ২০১১
লাদেন হত্যার বদলা নেবে আল কায়েদা

ওয়াশিংটন: ওসামা বিন লাদেনকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে আল কায়েদা। বিন লাদেনকে ‘শহীদ’ আখ্যা দিয়ে বিশ্ব মুসলিমকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তারা।

শুক্রবার জিহাদিস্ট ফোরামে এক বিবৃতিতে জঙ্গি সংগঠনটি এ ঘোষণা দেয়। খবর এএফপির।

শুক্রবার বিন লাদেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের প্রতি এ হুমকি দেয় আল কায়েদা। আফগানিস্তান তালেবানও তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।

এদিকে, শুক্রবার জুমার নামাজের পর বিশ্বের একাধিক মুসলিম দেশে বিন লাদেনের জন্য দোয়া করা হয়েছে। তাকে হত্যার প্রতিবাদে ছোট ছোট র‌্যালিও হয়েছে কোথাও কোথাও।

বিবৃতিতে আল কায়েদা বলেছে, ‘আমরা পাকিস্তানের মুসলিমদের বলছি; যাদের মাটিতে শেখ ওসামা নিহত হয়েছেন আপনারা এ লজ্জা মুছতে উঠে দাঁড়ান এবং বিদ্রোহ ঘোষণা করুন।

এদিকে, হোয়াইট হাউজ বলছে, আল কায়েদা ওসামার একটি অডিও টেপ প্রকাশের হুমকির প্রেক্ষিতে নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় তারা সতর্ক রয়েছে। এ টেপটি সোমবার বিন লাদেন নিহত হওয়ার এক সপ্তাহ আগে তৈরি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মে ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।