ঢাকা: আগামী ২১ জুন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ন্যাশনাল মল হোটেলে প্রথমবারের মতো আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপন করা হবে।
মঙ্গলবার (১২ মে) যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় রাষ্ট্রদূত অরুণ কে শিংয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।
যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস এ ইয়োগা দিবস উদযাপনের আয়োজন করেছে।
ইয়োগা দিবসের অনুষ্ঠান সবার জন্য উন্মক্ত থাকবে উল্লেখ করে অরুণ শিং জানান, যুক্তরাষ্ট্রসহ সবদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপনে ভারত সরকার পরিকল্পনা করছে।
ইতোমধ্যে তিনি আধুনিক জীবনে ইয়োগা বা যোগ ব্যায়ামের প্রাসঙ্গিকতা বিষয়ে সাধুগুরু জাগ্গি ভাসুদেবের সঙ্গে আলোচনা করেছেন।
ইয়াগো বা যোগ ব্যায়াম মানুষের স্বতন্ত্র জীবনের আনন্দময় অভিজ্ঞতা অর্জনের সহায়তা করে বলে সাধুগুরু ভাসুদেব জানান।
ভারতীয় দূতাবাসের আয়োজনে বিশ্বব্যাংক, দুর্গা মন্দির এবং ভার্জিনিয়ার রাজধানী মন্দিরসহ পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে ইয়োগা বা যোগব্যয়াম কার্যক্রম পরিচালিত হবে।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মে ১২, ২০১৫
টিআই/কেএইচ