ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আবোটাবাদে লাদেনের আরেক বাড়ির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মে ৭, ২০১১
আবোটাবাদে লাদেনের আরেক বাড়ির সন্ধান

ইসালামাবাদ: যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে নিহত আল কায়েদাপ্রধান ওসামা বিন লাদেন আবোটোবাদ শহরের আরেকটি বাড়িতে থাকতেন। যে ভবনে মার্কিন বাহিনী অভিযান চালিয়েছে সেখানে তিনি ছয় বছর আগে আসেন।



পাকিস্তানে আটক লাদেনের স্ত্রী গোয়েন্দা কর্মকর্তাদের বলেন, আবোটাবাদ মহাসড়কের পাশে চক শাহ মোহাম্মদ নামের একটি গ্রামে লাদেন সপরিবার থাকতেন। এ গ্রামে তিনি আড়াই বছর ছিলেন। দুইজন পাকিস্তানি কর্মকর্তা এ তথ্য জানান।

একজন কর্মকর্তা বলেন, এর অর্থ হচ্ছে ২০০৩ সালের কোনো একসময় লাদেন চক শাহ মোহাম্মদের ওই বাড়িতে যান।

পাকিস্তানি মিলিটারি একাডেমির অবস্থান ওই অঞ্চলে হওয়ার কারণে কয়েকজন বিশ্লেষক ধারণা, ইসলামাবাদের সেনাবাহিনী বা গোয়েন্দা কর্মকর্তারা লাদেনের অবস্থান সম্পর্কে জানতেন না এটা বিশ্বাস করা কঠিন।

সাবেক পাকিস্তানি কর্মকর্তা হাসান আব্বাস বলেন, ‘যদি তিনি (লাদেন) ২০০৩ সাল থেকে সেখানে অবস্থান করেন, তাহলে দীর্ঘ সময় ধরে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা তার সম্পর্কে জানত না। ’ আব্বাস বর্তমানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন পাকিস্তানি সরকারের প্রতি ওসামা বিন লাদেনের সঙ্গে যাদের যোগাযোগ ছিল তাদের নাম প্রকাশ করার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এসংক্রান্ত খবর বেরিয়েছে।

শুক্রবার পাকিস্তানি গোয়েন্দা বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর সদস্য আবোটাবাদের লাদেনের বাড়ির চারপাশ থেকে অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করেছে। আবোটাবাদের নাওয়াশেহার, কাকুলগ্রাম, নাদিয়ান ও ঠা-া চোহা অঞ্চল থেকে এদের আটক করা হয়।

আবোটাবাদের বাসিন্দা স্থানীয় রাজনীতিক ও সাবেক মন্ত্রী লালা আলি আফজাল বলেন, ‘প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিভিন্ন মাদ্রাসা, স্কুল, হাসপাতাল ও বাজারে চিরুনি অভিযান চালিয়েছেন। ’ এসময় কয়েকশ লোককে গ্রেপ্তার করা হয় বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।