কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে পক্ষ থেকে শনিবার রবীন্দ্রস্মৃতি পুরস্কার ১৪১৮ প্রদানের কথা ঘোষণা করা হয়েছে। এবার এই পুরস্কার পাচ্ছেন ৩ জন।
এবারে পুরস্কার পাচ্ছেন সাহিত্যের জন্য উৎপলকুমার বসু, বিজ্ঞান সাহিত্যে আশষি লাহিড়ী ও বাংলা ব্যতীত অন্য ভাষায় সাহিত্য চর্চার জন্য সব্যসাচী ভট্টাচার্য।
শনিবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে জানানো হয়ে, আগামী ৯ মে রবীন্দ্রসদন প্রাঙ্গণে বিকাল ৫টায় এই পুরস্কার প্রদান করা হবে।
ভাষাবিদ পবিত্র সরকারের সভাপতিত্বে এই পুরস্কার দেবেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির পরিচালক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী।
উল্লেখ্য প্রতি বছরই রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এই পুরস্কার দিয়ে থাকে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ০৭, ২০১১