ঢাকা: এয়ারব্যাগ জটিলতার কারণে বিশ্বব্যাপী ৬৫ লাখ গাড়িকে তলব করেছে জাপানের শীর্ষ দুই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা ও নিশান।
২০০৩ সালের মার্চ ও ২০০৭ সালের নভেম্বরে তৈরি প্রায় পঞ্চাশ লাখ গাড়িকে তলব করা হয়েছে বলে জানিয়েছে টয়োটা।
একই সমস্যায় পনেরো লাখ ৬০ হাজার গাড়িকে তলব করেছে জাপানের দ্বিতীয় শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান।
তবে এ সমস্যার কারণে এখন পর্যন্ত ব্যবহারকারীদের কাছ থেকে কোনো ধরনের দুর্ঘটনার খবর প্রতিষ্ঠান দু’টি পায়নি বলে জানা গেছে।
তলব করা গাড়িগুলোর মধ্যে টয়োটার ৩৫ মডেলের গাড়ি রয়েছে। তলব করা গাড়িগুলোর মধ্যে তেরো লাখ ৬০ হাজার জাপানেই।
এদিকে, টয়োটা, নিশানের পর এয়ারব্যাগ জটিলতার কারণে বিশ্বব্যাপী বেশ কিছু গাড়ি তলব করতে যাচ্ছে জাপানের তৃতীয় বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা। তবে কত সংখ্যক গাড়ি তলব করছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
এয়ারব্যাগ সমস্যার কারণে গত মার্চে যুক্তরাষ্ট্রে এক লাখ গাড়ি জরুরি তলব করে হোন্ডা।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ১৩, ২০১৫
জেডএস