দামাস্কাস: সিরিয়ায় বিক্ষোভকারীদের মূল ঘাঁটি বানিয়াস শহরে শনিবার ট্যাঙ্ক এবং সেনাবাহিনী প্রবেশ করেছে। খবর বিবিসির মানবাধিকার কর্মীরা গণমাধ্যমগুলোকে জানায়, সেনাবাহিনী এবং ট্যাঙ্ক শনিবার সকালে সুন্নি অধ্যুষিত উপকূলীয় তিনটি জেলায় প্রবেশ করেছে।
বিবিসির জিম মুইর পার্শ্ববর্তী লেবানন থেকে জানান, যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন থাকায় এ খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয় নি।
এদিকে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের উপর কঠোর ব্যবস্থা নেয়ায় সতর্ক করে দিয়েছে।
হোয়াইট হাউজ শুক্রবার এক বিবৃতিতে জানায়,বাশার আল-আসাদ রক্তপাত বন্ধ না করলে যুক্তরাষ্ট্র অতিরিক্ত পদক্ষেপ নিতে বাধ্য হবে।
মধ্য মার্চ থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে সিরিয়াতে এ পর্যন্ত ৫০০ জনেরও বেশি বিক্ষোভকারী প্রাণ হারিয়েছে।
শুক্রবার হোমস, হামা এবং অন্যান্য শহরে কমপক্ষে ২১ বিক্ষোভকারী নিহত হয়েছে। তবে বিদেশী সাংবাদিকদের দেশটিতে প্রবেশের অনুমতি না থাকায় এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
বার্তা সংস্থা এএফপি জানায়, বিক্ষোভকারীরা সেনাবাহনীর অভিযান ঠেকাতে মানববন্ধন করেছে।
একজন বিক্ষোভকারী জানান, সেনাবাহিনী যেহেতু হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে তাই শতশত পরিবার বানিয়াস ছেড়ে পালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮১১ঘণ্টা, মে ০৭, ২০১১