ঢাকা: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (১৩ মে) ম্যানিলার উত্তরাঞ্চলে ভেলেনজুয়েলা শহরের ওই কারখানায় অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ৩১ শ্রমিকের প্রাণহানির খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। একইসঙ্গে নিখোঁজ শ্রমিকরাও আগুনে পুড়ে অঙ্গার হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন প্রশাসনিক কর্মকর্তারা।
দমকলকর্মীদের বরাত দিয়ে ভেলেনজুয়েলা শহরের মেয়র রেক্স গ্যাচালিয়ান সংবাদমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গেই ক’জন বেরোতে পারলেও অগ্নিকাণ্ডের পর সেখানে আর কোনো শ্রমিককেই জীবিত পাওয়া যায়নি।
তিনি জানান, কারখানা ভবনের প্রবেশপথে ঝালাইয়ের কাজ (ওয়েল্ডিং) করার সময় আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই পুরো কারখানায় ছড়িয়ে যায়।
জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মার্শাল উইলবার্তো রিকো নেইল কোয়ান জানান, কারখানার দ্বিতীয় তলায় আগুন নেভাতে গিয়ে তিনি ‘অনেক মৃতদেহ’ পড়ে থাকতে দেখেছেন। তবে, এগুলো এতো বীভৎসভাবে পুড়েছে যে সেগুলো আর চেনা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, মে ১৪, ২০১৫
জেডএস