ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি এফবিআই’র সতক বার্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মে ৭, ২০১১

ঢাকা: কম্পিউটার ব্যবহারকারীদের সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। তাদের এ সতর্কতা সম্প্রতি মার্কিন হামলায় নিহত ওসামা বিন লাদেনকে কেন্দ্র করে।



লাদেনের মৃত্যু সম্পর্কিত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ সম্বলিত ই-মেইল খোলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলেছে গোয়েন্দা সংস্থাটি।

এফবিআই থেকে শুক্রবার রাতে আসা ই-মেইলে সপ্তাহের সেরা ১০ সংবাদ সংবলিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 সেরা ১০ সংবাদের প্রথমটিতে এফবিআই’র ন্যাশনাল প্রেস অফিসের (২০২) ৩২৪-৩৬৯১ নম্বরের ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের ই-মেইল কম্পিউটারের ক্ষতি করতে পারে।

সেইসঙ্গে এ ধরনের মেলিসিয়াস সফটওয়ার বা মেলওয়ার কম্পিউটারে ছড়িয়ে পড়ে ওই কম্পিউটারের কন্টাক্ট লিস্টে থাকা অন্য কম্পিউটারেও ছড়িয়ে পড়তে পারে।

এ ভাইরাস কম্পিউটারে থাকা ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে বলে জানানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মে ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।