ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মে ১৪, ২০১৫
ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ সংগৃহীত

ঢাকা: ইয়েমেনে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী যুদ্ধবিরতির প্রথম চব্বিশ ঘণ্টার মধ্যেই তা ভঙ্গের অভিযোগ উঠেছে হুথিদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৪ মে) সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত দেশটির সরকারের এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।



বিবৃতিতে বলা হয়, হুথি যোদ্ধারা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে। ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় তাদের যোদ্ধারা এখনও লড়াই চালিয়ে যাচ্ছে।

গত মঙ্গলবার (১২ মে) থেকে ইয়েমেনে সৌদি প্রস্তাবিত পাঁচ দিনব্যাপী যুদ্ধবিরতি শুরু হয়। হুথিরাও এ প্রস্তাবে সমর্থন জানায়। শর্তানুসারে, মানবিক সহায়তা দেশের সবগুলো এলাকায় পৌঁছে দেওয়ার স্বার্থে কোনো পক্ষই লড়াই চালিয়ে যেতে পারবে না। এমনকি এই পাঁচদিনে কোনো সেনা স্থানান্তরও করা যাবে না।

ইয়েমেনের তায়িজ প্রদেশে শিয়াপন্থি হুথি ও সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহের অনুগত বাহিনী আবাসিক এলাকায় মর্টারা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে সৌদি আরব। এছাড়া আদ-দালি শহর, বন্দর নগরী আদেনেও ট্যাংক ও মর্টার হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।

সেই সঙ্গে ইয়েমেন সীমান্তবর্তী সৌদি শহর জিজান ও নাজরানেও হুথিরা হামলা চালিয়েছে বলে অভিযোগে উল্লেখ করে সৌদি আরব।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মে ১৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।