ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বুরুন্ডিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, মে ১৫, ২০১৫
বুরুন্ডিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিবর্ষণ ছবি : সংগৃহীত

ঢাকা: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ বুরুন্ডিতে প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজার অনুগত পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে।

শুক্রবার (১৫ মে) বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



তবে এ ঘটনায় হতাহতের কোনো নিশ্চিত খবর এখনও জানাতে পারেনি সংবাদমাধ্যমগুলো।

এর আগে শুক্রবার (১৫ মে) সেনা অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সাবেক গোয়েন্দা প্রধান জেনারেল গোডফ্রয়েড নিয়োমবারসহ আরও তিন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাকে আটক করে বুরুন্ডির প্রেসিডেন্টের অনুগত বাহিনী।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র জার্ভাইস আবায়েহো বলেন, গোডফ্রয়েডকে আটক করা হয়েছে। সে আত্মসমর্পন করেনি প্রথমে।

অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তাদের ব্যাপারে পদক্ষেপের বিষয়ে জার্ভাইস বলেন, দেশের বিচার বিভাগ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এসময় তিনি এনকুরুনজিজা দেশে ফিরেছেন নিশ্চিত করে বলেন, তিনি তার পৈতৃক নিবাসের এলাকা থেকে রাজধানী বুজুম্বুরার পথে রওনা হয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবারই (১৪ মে) এনকুরুনজিজা তানজানিয়া থেকে দেশে ফিরে এসেছেন।

এর আগে বুধবার (১৩ মে) রাজধানী বুজুম্বুরার একটি সামরিক ঘাঁটিতে অভ্যুত্থান ঘোষণা করেন সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল গোডফ্রয়েড নিয়োমবারেহ।

তৃতীয় মেয়াদের মতো প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ায় এনকুরুনজিজার বিরুদ্ধে বুরুন্ডিতে বেশ কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ চলে আসছে। এরই প্রেক্ষিতে এই সেনা অভ্যুত্থান বলে উল্লেখ করেন গোডফ্রয়েড।

রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে প্রচারিত জরুরি ভাষণে নিয়োমবারেহ জানান, এনকুরুনজিজার তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণায় সৃষ্ট রাজনৈতিক সংকট দূর করতে ‘সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা’ তাকে ‘পদচ্যুত’ করেছেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশে দেওয়া লিখিত বিবৃতিতে বলেন, আমরা আর এনকুরুনজিজার আনুগত্য মানছি না, কারণ তার তৃতীয় দফায় নির্বাচনে অংশ নেওয়াটা সংবিধান লঙ্ঘন। ...এনকুরুনজিজার সরকারকে উৎখাত করা হলো।

অভ্যুত্থানের খবর শোনামাত্র তানজানিয়ায় রাষ্ট্রীয় সফরে থাকা এনকুরুনজিজা দেশে ফেরার চেষ্টা করেন বলে জানা গেছে। কিন্তু তাকে বহনকারী প্লেনটি বুজুম্বুরার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ১৫, ২০১৫
আরএইচ

** বুরুন্ডিতে অভ্যুত্থানকারী তিন জেনারেল গ্রেফতার
** সেনাবাহিনীতে বিভক্তি, ব্যাপক গোলাগুলি
** দেশের মাটিতে নামতে পারলেন না বুরুন্ডির প্রেসিডেন্ট
** উত্তাল বুরুন্ডিতে ফিরছেন প্রেসিডেন্ট!
** বুরুন্ডিতে সেনা অভ্যুত্থান!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।