কাবুল: আফগানিস্তানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর কান্দাহারে জঙ্গিরা পর পর কয়েকটি হামলা চালানোর পর সেখানে তালেবান এবং সরকারি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। খবর বিবিসির।
পরপর ছয়টি আত্মঘাতী এই হামলায় তিনজন পুলিশসহ কমপক্ষে ২৩জন আহত হয়।
প্রাদেশিক গভর্নরের কার্যালয়, আফগান গোয়েন্দা বাহিনীর কার্যালয় এবং একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে জঙ্গিরা এই হামলা চালায়।
তালেবান এই হামলার কথা স্বীকার করেছে।
আল কায়দার প্রধান নেতা ওসামা বিন লাদেন রোববার নিহত হওয়ার পর তালেবানরা এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। তারই নমুনা হিসেবে তালেবান এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির বিলাল সারওয়ারি কাবুল থেকে জানান, এই হামলায় উভয় পক্ষ থেকেই ভারী মেশিনগান, হাত বোমা এবং রকেট বোমা ব্যবহৃত হয়েছে।
পুরো শহরেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, মানুষতো দূরের কথা পাখীরা শহর ছেড়ে পালিয়েছে।
বাংলাদেশ সময়: ২২০০ঘণ্টা, মে ০৭, ২০১১