ওয়াশিংটন: পাকিস্তানের আবোটাবাদে লাদেনের বাড়িতে মার্কিন অভিযানে জব্দ করা ভিডিওচিত্র প্রকাশ করেছে পেন্টাগন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে শনিবার এ খবর বেরিয়েছে।
যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী নেভি সিলসের অভিযানে মোট পাঁচটি ভিডিওচিত্র জব্দ করা হলেও গণমাধ্যমের কাছে দুটি প্রকাশ করা হয়েছে। গত ২ মে রাতে লাদেনের বাড়িতে অভিযান চালানো হয়। এতে লাদেনকে হত্যা করা হয় বলে যুক্তরাষ্ট্র জানায়। পরে আল কায়েদা ও তালেবান লাদেনের মৃত্যু নিশ্চিত করে।
একটি ভিডিওচিত্রে দেখা যায়, বিশ্বের র্শীষ সন্ত্রাসী ও আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন টিভিতে নিজের সম্পর্কে সংবাদ দেখছেন। তাকে নিয়ে ওই টিভিতে লাইভ শো চলছিল। এতে তার ঘরে একটি কম্পিউটারও দেখা গেছে। যদিও পেন্টাগন জানিয়েছে, লাদেনের বাড়িতে ইন্টারনেট সংযোগ ছিল না।
আরেকটি ভিডিওচিত্রে দেখা যায়, একটি ভিডিওবার্তা তৈরির উদ্দেশ্যে লাদেন প্রস্তুতি নিচ্ছেন। ভিডিওটিতে লাদেনের দাঁড়ি কালো দেখাচ্ছে। এটি ২০১০ সালে ধারণ করা। ভিডিওচিত্রটির টাইটেলে `যুক্তরাষ্ট্রের উদ্দেশে বার্তা` লেখা রয়েছে।
বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, মে ০৮, ২০১১