ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিঙ্গাপুরের সংসদ নির্বাচন: শাসক দল বিপুল ভোটে বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মে ৮, ২০১১
সিঙ্গাপুরের সংসদ নির্বাচন: শাসক দল বিপুল ভোটে বিজয়ী

সিঙ্গাপুর: সিঙ্গাপুরের সংসদ নির্বাচনে শাসকদল পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) পার্লামেন্টে বিপুল গরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে। তবে বিরোধীদলও এবারে উল্লেখযোগ্য সংখ্যক আসন পেয়ে ইতিহাস গড়েছে।

খবর আলজাজিরার।

সরকারের নির্বাচন বিভাগ রোববার সকালে জানায়, নির্বাচনের আংশিক ফলাফলে দেখা যাচ্ছে পিএপি সংসদের ৮৭টি আসনের মধ্যে কমপক্ষে ৭৫টি পেয়েছে। বিরোধী ওয়ার্কার্স পার্টি পেয়েছে ৬টি। ১৯৬৫ সালে স্বাধীনতা লাভের পর সাধারণ নির্বাচনে বিরোধী দলের পাওয়া সর্বোচ্চ আসন সংখ্যা এটি।

গত নির্বাচনের তুলনায় এবার বিরোধীদল দ্বিগুণ সংখ্যক আসন পেয়েছে। আগের সংসদে ৮৪ আসনের মধ্যে ৮২টিই ছিল ক্ষমতাসীনদের।

প্রধানমন্ত্রী লি সিয়েন লং বিজয়ী হয়েছেন তবে পররাষ্ট্রমন্ত্রী জর্জ ইয়ো হেরে গেছেন।

ওয়ার্কার্স পার্টি তাদের এ ঐতিহাসিক অর্জনে রাস্তায় নেমে উল্লাস করেছে। সমর্থকরা দলের নীল রংয়ের পতাকা নিয়ে বিজয় উল্লাস করেছে। তারা একে আধুনিক সিংগাপুরের জন্য একটি ল্যান্ডমার্ক বলে বর্ণনা করছে।

পিএপি পার্টি সিঙ্গাপুরে ৫২ বছর ধরে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শাসন করে আসছে। এ সময়ের মধ্যে বিরোধীদল সংসদে কখনোই সেরকম কোনো শক্তিশালী বিরোধী অবস্থান নিতে পারেনি। এটি দেশটির ১৬তম সাধারণ নির্বাচন। সর্বশেষ নির্বাচন হয় ২০০৬ সালে।

এদিকে, বিরোধী ওয়ার্কার্স পার্টি পিএপির বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে।

নির্বাচন বিভাগ জানায়, নির্বাচনের আগে ২৪ ঘণ্টা কোনো ধরনের প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও পিএপির অনেক প্রার্থী শুক্রবার তাদের ফেসবুক পাতা হালনাগাদ করেছে বলে ওয়ার্কার্স পার্টি তাদের কাছে অভিযোগ করেছে।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, মে ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।