ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে কারারক্ষী-বন্দি সংঘর্ষে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মে ৮, ২০১১
বাগদাদে কারারক্ষী-বন্দি সংঘর্ষে নিহত ১৬

বাগদাদ: ইরাকের রাজধানী বাগদাদের একটি বন্দিশালায় আটক কয়েদিরা জেল ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কারারক্ষী-বন্দি সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে। এরমধ্যে ছয়জন পুলিশ কর্মকর্তাও রয়েছে।

ঘটনাটি রোববার সকালের।

বাগদাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে এ ঘটনা ঘটেছে। গুরুত্বপূর্ণ ও কঠোর নিরাপত্তা বেষ্টিত ওই ভবনে বন্দিরা কিভাবে সংঘর্ষ বাঁধালো তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনাস্থল থেকে একজন কর্মকর্তা বলেন, বন্দিদের অনেকেই জঙ্গি বাহিনী আল কায়েদার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ঘন ঘন তাদের এক ভবন থেকে আরেক স্থানে সরিয়ে নেওয়া হতো। এমনই এক সময়ে বন্দিরা পুলিশের ওপর বলপ্রয়োগ করে তাদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। প্রাথমিক খবরে জানা গেছে, বন্দিরা হাত-পায়ে বেড়ি পরা অবস্থায় ছিল না। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ খবর বেরিয়েছে।

তিনি বলেন, সংঘর্ষ ছড়িয়ে পড়লে ২০ থেকে ২৫ জনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তারা কাররক্ষীদের অস্ত্র কেড়ে নিয়ে গুলি ছুড়তে শুরু করে। সংঘর্ষ চলে তিন থেকে চার ঘণ্টা। এরমধ্যেই ১৬ জন মারা যায়। এছাড়া আটজন পুলিশ কর্মকর্তা ও ছয়জন বন্দি আহত হয়।

পুলিশ ও ডাক্তারা এ হতাহতের ঘটনা নিশ্চিত করেছে। তবে কেউই নাম প্রকাশ করতে চাননি।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মে ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।