ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

থাই-কম্বোডিয়া সীমান্ত দ্বন্দ্ব সমাধানে ব্যর্থ আসিয়ান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মে ৮, ২০১১

জাকার্তা: দক্ষিণ এশিয়ার নেতারা রোববার অনুষ্ঠিত ১৮তম আসিয়ান সম্মেলনে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যকার সংঘর্ষ বন্ধে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এ সম্মেলন চলছে।

দেশটির প্রেসিডেন্ট সুসিলো বাম্বাং ইয়োধোইয়োনো এ সম্মেলনে আয়োজন করেছে। এর সভাপতিও তিনি।

দুই দেশের সীমান্ত সংঘর্ষের ব্যাপারে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বলেন, ‘কম্বোডিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা আরও একদিন থাকবেন। তারা ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে কাজ করবেন। ’ তিনি আরও বলেন, ‘এই ইস্যুটির সমাধানে তৃতীয় পক্ষে অবশ্যই প্রয়োজন হবে। আর এক্ষেত্রে ইন্দোনেশিয়াকেই এই ভূমিকা পালন করতে হবে। কেননা বর্তমানে এই দেশটি আসিয়ানের চেয়ানম্যানের দায়িত্বে আছে। ’

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা বলেন, তিনি আশা করেন সামনের আলোচনায় এর সমাধান হবে। তবে তিনি জোর দিয়ে বলেন, যে কোনো সমাধানের আগেই কম্বোডিয়ার সেনাবাহিনীকে সীমান্ত অঞ্চল থেকে সরে যেতে হবে।

সীমান্ত অঞ্চলের প্রিয়া বিহার মন্দিরটি চারপাশে ৪ দশমিক ৬ বর্গকিলোমিটার এলাকা দুই দেশই নিজের বলে দাবি করেছে। ১১ শতকের মন্দিরটি ২০০৮ সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে।

দেশ দুটির সংঘর্ষে গত এপ্রিলে ১৮ জন নিহত হয়েছে। গত তিন বছরে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গত শনিবার মোট নয়টি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসিয়ানভুক্ত ১০টি দেশের সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধানরা অর্থনৈতিক পুনরুদ্ধার, অর্থনৈতিক সমন্বয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংস্থাটির ভূমিকা নিয়ে আলোচনা করেন।

আসিয়ানভুক্ত দেশগুলো হচ্ছে, ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মে ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।