নয়াদিল্লি: ভারতের অভ্যন্তরে হামলা চালাতে জঙ্গিদের ব্যবহার করত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ইন্টার- সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)। এসব লক্ষ্যবস্তু ঠিক করে দিত খোদ সামরিক বাহিনীই।
পাকিস্তানের জন্য অস্বস্তিকর এ তথ্য প্রকাশ করেছে ভিন্ন ধারার সংবাদ ভিত্তিক ওয়েবসাইট উইকিলিকস। সম্প্রতি প্রকাশিত মার্কিন কূটনৈতিক তারবার্তায় এমন তথ্য পাওয়া গেছে।
গত রোববারে পাকিস্তানের গ্যারিসন শহর অ্যাবোটাবাদে ছয় বছর ধরে অবস্থান করা আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়া এবং এ ব্যাপারে আইএসআইয়ের অজ্ঞতা- এসব নিয়ে পাকিস্তান এমনিতেই নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। তার ওপর উইকিলিকসের এ তথ্য তাদের অস্বস্তিতে আরেক মাত্রা যোগ করল।
উইকিলিকসে প্রকাশিত গুয়ান্তানামো বে বন্দিশিবিরে আটক সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের প্রায় ৮শ প্রতিবেদনের মধ্যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাটি সম্বন্ধে এক বন্দির স্বীকারুক্তিতে এমন তথ্য মিলেছে।
প্রকাশ হওয়া এক কূটনৈতিক তারবার্তায় জানা যায়, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সঙ্গে আইএসআইয়ের যোগাযোগ আছে। এর মধ্যে ২০০২ সালে আটক হওয়া এক আলজেরীয় আল কায়েদা সদস্য জিজ্ঞাসাবাদে স্বীকার করে, ভারতে ভারতীয়দের হত্যা করাই ছিল তার মিশন।
তারবার্তা থেকে আরো জানা যায়, ওই জঙ্গি আরো জানায় আইএসআই তাদের ভারতে অনুপ্রবেশের অনুমতি দিত। সেখানে তারা বোমাবাজি, অপহরণ অথবা কাশ্মিরীদের হত্যার মতো কাজ করত। তবে, পাকিস্তানি সেনা বাহিনীর বাছাইকৃত ভারতীয়রাই ছিল তাদের মূল টার্গেট।
প্রকাশিত তথ্যে যে বিষয়টি পরিস্কার তা হলো, যেসব জঙ্গিগ্রুপ ভারতবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল আইএসআই তাদের সমর্থন দেয়।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মে ০৮, ২০১১