ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস দমনে স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মে ২০, ২০১৫
আইএস দমনে স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসার আহ্বান

ঢাকা: ইরাক সরকার ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দমনে ও দেশটির রামাদি শহরে নিয়ন্ত্রণ ফিরে পেতে স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসতে আহ্বান জানিয়েছে।

বুধবার (২০ মে) দেশটির মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়েছে, আনবার প্রদেশের পশ্চিমে জঙ্গিগোষ্ঠী আইএস’র সঙ্গে লড়াইরত সরকারি বাহিনীগুলোতে যোদ্ধাস্বল্পতার কারণে স্বেচ্ছাসেবকদের সংগ্রহ করার উদ্যোগ প্রয়োজনীয় হয়ে পড়েছে।

তাই জরুরি ভিত্তিতে আগ্রহীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

এর আগে রোববার (১৭ মে) দেশটির রাজধানী বাগদাদ থেকে ১১০ কিলোমিটার দূরের রামাদি শহর দখলে নেয় আইএস জঙ্গিরা। এরপর থেকে হাজার হাজার বাসিন্দা শহরটি ছেড়ে পালাতে থাকে। গত কয়েকদিনে শহরটির ২৫ হাজার বাসিন্দা পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

এছাড়া রামাদিতে আইএসের হামলার মুখে সরকারি বাহিনীর যেসব সেনা পালিয়েছে তাদের বিচার করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মে ২০, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।