ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাহরাইন: জরুরি অবস্থা তুলে নেয়ার ঘোষণা দিলেন বাদশা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মে ৮, ২০১১
বাহরাইন: জরুরি অবস্থা তুলে নেয়ার ঘোষণা দিলেন বাদশা

মানামা: বাহরাইনের বাদশা জরুরি অবস্থা তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন। ১জুন এই জরুরি অবস্থা তুলে নেয়া হবে।

রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। খবর বিবিসির

মার্চের মাঝামাঝি এক সপ্তাহব্যাপী সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে এই জরুরি অবস্থা জারি করা হয়।

সংখ্যাগরিষ্ঠ শিয়ারা সরকারের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারিতে বিক্ষোভ শুরু করে। তাতে এ পর্যন্ত কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছে।

সুন্নি রাজতন্ত্র উৎখাতের চেষ্টার দায়ে ২০জনকে অভিযুক্ত করা হয়।

তিউনিসিয়া এবং মিশরের বিপ্লবের দ্বারা অনুপ্রাণিত হয়ে বাহরাইনের শিয়ারা ১৪ ফেব্রুয়ারি অধিকতর স্বাধীনতা এবং অধিকারের দাবিতে বিক্ষোভ শুরু করে।

অনেকেই রাজতন্ত্র উৎখাতের দাবিতে সরব হয়।

সরকার বিদ্রোহীদের দমাতে সামরিক আইন জারি করে এবং বিক্ষোভ দমন করতে সৌদিআরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে সেনা সহায়তা নেয়।       

বাহরাইন এই অস্থিতিশীলতায় ইন্ধন দেয়ার জন্য ইরানকে দোষারোপ করে। কিন্তু ইরান এই অভিযোগ অস্বীকার করে।  
বর্তমান বাদশা শেখ হামাদ বিন ঈশা আল খলিফা ১৯৯৯ সালে তার পিতার মৃত্যুর বাদশা হন।

বাংলাদেশ সময়: ২১২৫ঘণ্টা, মে ০৮, ২০১১    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।