ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি হামলায় নিহত পাঁচ ইথিওপীয় উদ্বাস্তু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ২২, ২০১৫
ইয়েমেনে সৌদি হামলায় নিহত পাঁচ ইথিওপীয় উদ্বাস্তু ছবি : সংগৃহীত

ঢাকা: সৌদি নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথবাহিনীর বিমান ও মর্টার হামলায় ইয়েমেনে পাঁচ ইথিওপীয় উদ্বাস্তু নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২১ মে) ইয়েমেনের সৌদি সীমান্তবর্তী হাজ্জা প্রদেশের মেয়দী শহরে হামলার ঘটনাটি ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এলাকাটি শিয়াপন্থি হুথি ও এর সহযোগী বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এ হামলায় আরও অন্তত ১০ উদ্বাস্তু আহত হয়েছে।

তবে যৌথবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আসিরি হামলার দায় অস্বীকার করেছেন।

তিনি হুথিদের ওপর দোষারোপ করে বলেন, ওই এলাকায় বিপুল পরিমাণ হুথি সদস্য অবস্থান করছে। কাজেই তারাই হামলাটি চালিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ২২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।