ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির অস্ত্রগুদামে ন্যাটোর হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মে ৯, ২০১১
গাদ্দাফির অস্ত্রগুদামে ন্যাটোর হামলা

ত্রিপোলি: লিবিয়াতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী রাজধানী ত্রিপোলির দক্ষিণ-পশ্চিমে জিনতানের নিকটে একটি সরকারি অস্ত্রগুদামে বিমান হামলা চালিয়েছে। রোববার জিনতানে বিদ্রোহীদের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।

খবর আলজাজিরার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ত্রিপোলির পশ্চিমে এদিন আরো দুটি পৃথক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ সময় মাথার ওপর দিয়ে প্রচ- শব্দে জেট বিমান উড়ে যেতে দেখেছেন তারা।

বিদ্রোহীদের মুখপাত্র আবদুল রহমান বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে জানান, ‘জিনতানের ৩০ কিলোমটিার দক্ষিণ-পূর্বে ন্যাটোর হামলা হয়। আমরা খুব বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পাই। আমার ধারণা অস্ত্রগুদামে এ হামলা হয়েছে। ’

এসময় তারা শনিবারের সংঘর্ষে নিহত ১১ জনের দাফন করছিলেন। সংঘর্ষে তাদের ৩৫ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।

লিবীয় সরকারের দেওয়া তথ্য মতে ন্যাটো হামলায় গাদ্দাফির ছোট ছেলে সাইফ আল আরাব এবং তার তিন নাতিনাতনি নিহত হওয়ার এক সপ্তাহ পর এ ধরনের হামলা হল।

এছাড়া, এদিন মিসরাতা শহরের বিমান বন্দরের নিকটে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে বলেও বিদ্রোহীদের একজন মুখপাত্র জানিয়েছেন।

মুখপাত্র আবদেল সালাম জানান, বিমান বন্দর ও বিমান বাহিনী কলেজ এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভারি গোলা ও রকেট নিক্ষেপের শব্দ তারা শুনতে পেয়েছেন। এদিন ন্যাটো মিসরাতার পূর্বের একটি অংশে হামলা চালায় তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু তিনি বলতে পারেননি।

মিসরাতা হচ্ছে লিবিয়ার পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা একমাত্র শহর।

এর আগে গত শনিবার গাদ্দাফির অনুগত বাহিনীর হামলায় মিসরাতায় চারটি তেলের ট্যাঙ্ক বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, মে ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।