ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তামিলনাড়ুর কুরসিতে ফিরলেন জয়ললিতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মে ২৩, ২০১৫
তামিলনাড়ুর কুরসিতে ফিরলেন জয়ললিতা তামিলনাড়ুড় মুখ্যমন্ত্রী জয়ললিতা

ঢাকা: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ‘আম্মা’খ্যাত এআইএডিএমকে নেত্রী জয়ললিতা। এ নিয়ে পঞ্চমবারের মতো তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে চলেছেন।



শনিবার (২৩ মে) স্থানীয় সময় সকাল ১১টায় মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সেন্টেনারি হলে অনুষ্ঠিত হয় শপথ অনুষ্ঠান। আধ ঘণ্টার ওই অনুষ্ঠানে জয়ললিতাকে শপথবাক্য পাঠ করান গভর্নর কে রোসাইয়া।

এর আগে শুক্রবার (২১ মে) স্থানীয় সময় সকালে মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা পনিরসেলভম পদত্যাগ করেন। এর কিছু পরই চেয়ারম্যান ই মধুসূদননের নেতৃত্বে বৈঠকে বসেন এআইএডিএমকে-র নীতিনিধারকরা। সবার সমর্থনে পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন জয়ললিতা।

গত বছর সেপ্টেম্বরে আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় মুখ্যমন্ত্রীর সিংহাসন হারাতে হয়েছিল জয়ললিতাকে। তবে গত ১১ মে তাকে বেকসুর খালাস দেন কর্নাটক হাইকোর্ট।

তবে এখন মুখ্যমন্ত্রীর পদে দেখা গেলেও খুব বেশিদিন এভাবে কাটবে না। ২০১৬ সালে নির্বাচন তামিলনাড়ুতে। সিংহাসনে বসার ছয়মাসের মাথায় আবার ভোটারের দরজায় কড়া নাড়তে হবে জয়ললিতাকে।

তবে জনপ্রিয়তায় বর্তমানে অনেকটাই এগিয়ে রয়েছে জয়ললিতার দল এআইএডিএমকে। তারওপর দোষী সাব্যস্ত হয়ে ক্ষমতা হারানোর ঘটনা তার জন্য শাপে বর হয়ে দেখা দিয়েছে। তামিলনাড়ুর অধিবাসীদের মধ্যে এখন ‘আম্মা’র জনপ্রিয়তা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।

** তামিলনাড়ুর সিংহাসনে আবার জয়ললিতা


বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মে ২৩, ২০১৫/ আপডেট: ১৫০২ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।