ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আবোটাবাদ অভিযানের আগে সীমান্তে ৬টি মার্কিন বিমান সনাক্ত করেছিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মে ৯, ২০১১
আবোটাবাদ অভিযানের আগে সীমান্তে ৬টি মার্কিন  বিমান সনাক্ত করেছিল পাকিস্তান

ইসলামাবাদ: বিন লাদেন হত্যা অভিযানে মার্কিন হেলিকপ্টার সীমান্তে প্রবেশের আগে আফগানিস্তান সীমান্তে ছয়টি মার্কিন বিমান টহল দেয়। পাকিস্তান বিমান বাহিনীর র‌্যাডারে তা ধরাও পড়েছিল।

সোমবার গণমাধ্যমে এমন খবর বেরিয়েছে।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল নামে একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে পেশোয়ার এবং রিসালপুরে স্থাপিত বিমান বাহিনীর র‌্যাডারগুলো ২ মে সক্রিয় ছিল। এ দিনই মার্কিন বিশেষ বাহিনী পাকিস্তানের আবোটবাদের সেই আস্তানায় অভিযান চালিয়ে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করে।

তদন্ত প্রতিবেদনে দেখা যাচ্ছে, স্থানীয় সময় রাত ১১টার দিকে জালালাবাদ সীমান্তের কাছে ছয়টি বিমান টহল দিতে দেখা গেছে। একটি মার্কিন অ্যাওয়াকস প্লেন এবং পাঁচটি এফ-৮ জেট পাকিস্তান সীমান্তের কাছ দিয়ে উড়ে যায় তবে তারা পাকিস্তানের আকাশসীমার মধ্যে প্রবেশ করেনি।

কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে কী করে মার্কিন হেলিকপ্টারগুলো সেদিন সীমান্ত পেরিয়ে অ্যাবোটবাদে অভিযান চালাল তা তদন্ত করতে বিশেষ কমিটি গঠন করেছে পাকিস্তান সরকার। কমিটি আরো খতিয়ে দেখছে, অভিযান পরিচালনার আগে সীমান্ত এলাকায় টহল দেওয়া ওই বিমানগুলো পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর মনোযোগ অন্যদিকে ফেরাতে পাঠানো হয়েছিল কিনা।

সেনাবাহিনীর একদল ক্যাপ্টেনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি দেশের র‌্যাডারগুলোর সব রেকর্ড পরীক্ষা-নীরিক্ষা করে দেখছেন। মার্কিন বিশেষ বাহিনীর অভিযানের সময় যেসব কর্মকর্তা ডিউটিতে ছিলেন তাদেরকেও তারা জিজ্ঞাসাবাদ করছেন।

অ্যাবোটাবাদ অভিযানের প্রকৃত ঘটনা অনুসন্ধানে এরকম আরো কমিটি গঠন করা হবে বলে একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দ্য ইন্টারন্যাশনাল পত্রিকা।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, মে ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।