ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বুরুন্ডির বিরোধী দলের প্রধানকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মে ২৪, ২০১৫
বুরুন্ডির বিরোধী দলের প্রধানকে হত্যা

ঢাকা: বুরুন্ডির প্রধান বিরোধী দলের প্রধান জেদি ফেরুজিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। এ সময় নিহত হয়েছে তার দেহরক্ষীও।



শনিবার বিকেলে রাজধানী বুজুমবুরার নগারা এলাকা থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

ফেরুজি বুরুন্ডির বিরোধী দল ইউনিয়ন ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্টের (ইউপিডি) প্রধান।

একই ঘটনায় ফেরুজিকে নিরাপত্তা দানে নিয়োজিত অপর এক পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানা গেছে।

ফেরুজির হত্যা বুরুন্ডির অস্থির রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। গত এপ্রিলে প্রেসিডেন্ট নকুরুনজিজা তৃতীয় মেয়াদে নির্বাচনের ঘোষণা দিলে রাজধানীতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজনৈতিক সহিংসতায় দেশটিতে প্রাণ হারায় কমপক্ষে ২০ জন।

এ পরিস্থিতিতে গত সপ্তাহে দেশটিতে সরকার বিরোধী সেনা অভ্যুত্থান ঘটলেও তা ব্যর্থ হয়।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মে ২৪, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।