ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লাদেনের পাকিস্তানে থাকার বিষয়টি তদন্ত করা হবে: গিলানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মে ৯, ২০১১
লাদেনের পাকিস্তানে থাকার বিষয়টি তদন্ত করা হবে: গিলানি

ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সোমবার পার্লামেন্টে ঘোষণা দিয়েছেন, লাদেন কীভাবে পাকিস্তানে বেঁচে ছিলেন দেশটি তা তদন্ত করে দেখবে। খবর বিবিসির।



কিন্তু তিনি জোর দিয়ে এতে পাকিস্তানের কোন রকম জড়িত থাকার কথা অস্বীকার করে বলেছেন, ‘এটা অদ্ভূত’।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা লাদেন কীভাবে পাকিস্তানে লুকিয়ে থাকতে সমর্থ হয়েছিলেন তা তদন্ত করে দেখার আহবান জানিয়েছেন।

লাদেন কীভাবে পাকিস্তানে লুকিয়ে ছিলেন সে সম্পর্কে বলতে গিয়ে গিলানি সংসদদের উদ্দেশ্যে বলেন, একজন শীর্ষ জেনারেলের নেতৃত্বে একটি তদন্ত কমিটি এর ব্যর্থতাসমূহ খুঁজে বের করার চেষ্টা চালাবে।

সন্ত্রাস দমনে পাকিস্তানকেও চরম মূল্য দিতে হয়েছে এ কথা উল্লেখ করে গিলানি বলেন, আল-কায়েদা জঙ্গিদের গ্রেপ্তার অথবা হত্যা করতে গিয়ে আমাদের অনেক সেনা এবং বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।      

কিন্তু বিভিন্ন মহল থেকে এরকম একটি প্রশ্ন উঠেছে ও যে আইএসআই অথবা অন্য কোন গোয়েন্দা সংস্থা এটা নিশ্চয়ই জানতে যে, লাদেন পাকিস্তানে পালিয়ে আছেন।

আইএসআইকে উদ্দেশ্যে করে গিলানি বলেন, আইএসআই সরকারের তরফ থেকে সব রকম সহায়তা পাবে।

আল-কায়েদা সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেন, আমরা আল-কায়দা কিংবা লাদেনকে পাকিস্তানে আমন্ত্রণ জানাই নি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।