ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ সুদানে নিহত ৮২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মে ১০, ২০১১
দক্ষিণ সুদানে নিহত ৮২

খার্তুম: দক্ষিণ সুদানের একটি বিদ্রোহী গ্রুপ ওয়ারাপ প্রদেশে হামলা চালিয়ে শিশু মহিলাসহ ৮২ জনকে হত্যা করছে।

দক্ষিণ সুদানের একজন সামরিক মুখপাত্র মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

সর্বষেশ এই সহিংসতা দেশটিকে আরো এক ধাপ সংকটের মধ্যে ফেলে দিল।

দক্ষিণ সুদানের সামরিক মুখপাত্র  ফিলিপ আগার আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ফিলিপ বেপানের নেতৃত্বে দক্ষিণ সুদানের বিদ্রোহীরা দক্ষিণ সুদান পিপলস লিবারেশন আর্মির (এসপিএলএ) উপর আক্রমণ চালালে এই হত্যাকান্ড ঘটে।  

তিনি আরো জানান,জঙ্গিরা ওয়ারাপ প্রদেশের বালুম ওথ নামক একটি পশুখামারে ৮ মে আক্রমণ চালিয়ে ৩৪ জনকে হত্যা করে। এতে শিশু মহিলাসহ ৩৪ জন বেসামরিক ব্যক্তি আহত হয়।

একই দিন লুন্ঠিত পশু নিয়ে ফিরে আসার পথে গ্রামবাসীরা তাদের উপর হামলা চালালে আরো ৪৮জন জঙ্গি নিহত হয়। গ্রামবাসীরা জঙ্গিদের কাছ থেকে ৪৮টি একে-৪৭ রাইফেল ও ছিনিয়ে নেয়।  

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মে ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।