ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার উপর ইইউর অস্ত্র নিষেধাজ্ঞা: হামা শহরের দিকে এগোচ্ছে সেনাবাহিনীর ট্যাঙ্কবহর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মে ১০, ২০১১
সিরিয়ার উপর ইইউর অস্ত্র নিষেধাজ্ঞা: হামা শহরের দিকে এগোচ্ছে সেনাবাহিনীর ট্যাঙ্কবহর

 

দামেস্ক: সংবাদদাতারা জানাচ্ছেন, সিরিয়ায় সাম্প্রতিক সময়ে বিক্ষোভকারীদের প্রধান কেন্দ্রে পরিণত হওয়া প্রধান শহর হামাতে নিরাপত্তাবাহিনীর বেশ কয়েকটি  ট্যাঙ্ক প্রবেশ করেছে।

প্রত্যক্ষদর্শীরা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন রাজধানীর নিকটবর্তী শহর হোমস, উপকূলীয় শহর বানিয়াসে সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

জাতিসংঘ জানায়, এটা খুবই দু:খজনক যে যুদ্ধরত শহর দেরাতে মানবিক সহায়তা পৌঁছানো যাচ্ছে না।    

দেরার দুইসপ্তাহ ধরে সব রকম  যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। দেরাতে এই দুইসপ্তাহে অনেক লোক নিহত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতির প্রধান ক্যাথরিন অ্যাশটন এক বিবৃতিতে জানান, বিরোধীদের এবং বেসামরিক লোকদের দমন নিপীড়নে অস্ত্র ব্যবহৃত হতে  পারে এই আশঙ্কায় সিরিয়ার উপর অস্ত্রনিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন।

বিক্ষোভকারীদের উপর দমন নিপীড়ন চালানোর দায়ে একই সঙ্গে তারা সিরিয় সরকারের ১৩জন সরকারি কর্মকর্তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের কেউ ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোন দেশ ভ্রমণ করতে পারবেন না।

প্রেসিডেন্ট বাশার আল আসাদ এই তালিকায় না থাকলেও তার ভাই রিপাবলিকান গার্ডের  প্রধান মেহের এবং সিরিয়ার সবচেয়ে ধনী, চাচাতো ভাই রামি মাকলুভকেও তারা বিরোধীদের উপর দমন নিপীড়নের জন্য অভিযুক্ত করেছে।    

প্রেসিডেন্ট বাশার আল আসাদের একজন উপদেষ্টা বুথাইনা সাবান নিউইয়র্ক টাইমসকে জানান, সরকার বিক্ষোভ দমনে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, আমার মনে হয়, আমি  গল্পের শেষ দৃশ্য দেখছি। আসলেই আমরা খুবই সংকটর্পূর্ণ সময় পার করছি।

বাংলাদেশ সময়: ২০৩০ঘণ্টা, মে ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।