ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্স সরকারের সর্বোচ্চ পদক পেলেন পার্থপ্রতিম মজুমদার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, মে ১০, ২০১১
ফ্রান্স সরকারের সর্বোচ্চ পদক পেলেন পার্থপ্রতিম মজুমদার

ঢাকা: প্যারিস-প্রবাসী বাংলাদেশি মূকাভিনয়শিল্পী পার্থপ্রতিম মজুমদার ফ্রান্স সরকারের দেওয়া সর্বোচ্চ পদক ‘নাইট ইন দ্য অর্ডার অব ফাইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ ’--এ ভূষিত হয়েছেন।   চারুকলা এবং মানবতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি এই পদক পেলেন।



ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রেদেরিক মিতেরাঁ ঢাকায় অবস্থানরত পার্থপ্রতিম মজুমদারকে এই পদকপ্রাপ্তির কথা জানান।  

পার্থই প্রথম বাংলাদেশি যিনি ফ্রান্স সরকারের এই সর্বোচ্চ খেতাবে ভূষিত হলেন।
 
ফরাসী সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় অসামান্য সাহিত্য ও শিল্প-সৃজনী অথবা ফরাসী ও বিশ্ব-সংস্কৃতিতে অসামান্য অবদান রেখেছেন এমন ব্যক্তিবর্গকে এই পুরস্কারে সম্মানীত করে থাকে।
 
বাংলাদেশের মূকাভিনয় শিল্পে পার্থ প্রতিম মজুমদারকে একই সঙ্গে পুরোধা ও পথিকৃৎ বলে মনে করা হয়।
সর্বকালের সেরা ফরাসী মূকাভিনয় শিল্পী মার্শেল মার্সোর প্রিয় ছাত্র পার্থ বিশ্বের প্রায় সর্বত্র তার মূকাভিনয় পরিবেশন করে বাংলাদেশকে পরিচিত ও গৌরবান্বিত করেছেন।  

বর্তমান পৃথিবীতে তাকে এখন মূকাভিনয়ের পুরোধা শিল্পীদের একজন বলে গণ্য করা হয়।  

পার্থ ১৯৮১ সালে বাংলাদেশ থেকে ফ্রান্স সরকারের বৃত্তি নিয়ে মূকাভিনয়ের উপর পড়াশোনার জন্য ফ্রান্স যান। মার্শেল মার্সোর কাছে ১৯৮৩-৮৫ পর্যন্ত মূকাভিনয়ে দীক্ষা নেন।   মার্সেল মার্সোই পুরো পৃথিবীতে মূকাভিনয়কে সেরা এক  শিল্পমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা ও গরিমা দিয়েছেন।  

এছাড়া তিনি ‘মাস্টার অব মাইম’ (ভারত); ‘মাস্টার অব দ্য ওয়ার্ল্ড’ (মালয়েশিয়া) পুরস্কার, ফ্রান্সের মলিয়ের পুরস্কারসহ বহু পুরস্কারে ভ’ষিত হয়েছেন। এছাড়া বাংলাদেশে তিনি ‘‘একুশে পদক ২০১০’’  পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মে ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।