ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিন লাদেনের এক ছেলে নিখোঁজ, সন্দেহ যুক্তরাষ্ট্রের দিকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মে ১১, ২০১১
বিন লাদেনের এক ছেলে নিখোঁজ, সন্দেহ যুক্তরাষ্ট্রের দিকে

ইসলামাবাদ: পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানের পর থেকেই ওসামা বিন লাদেনের এক ছেলের কোনো সন্ধান মিলছে না। মঙ্গলবার পাকিস্তানের গণমাধ্যমগুলোতে এ খবর প্রকাশিত হয়েছে।



পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, গত ২ মে অভিযানের পর পাকিস্তানের হেফাজতে থাকা নিহত আল কায়েদা প্রধান বিন লাদেনের তিন স্ত্রী তাদের এ কথা জানিয়েছে।

তবে ঠিক কোন ছেলে নিখোঁজ তা নিশ্চিত করা যায়নি। তবে পাকিস্তানি তদন্ত কর্মকর্তারা নিশ্চিত যে, ওই সময় অ্যাবোটাবাদের বাসভবনে অবস্থারত বিন লাদেন পরিবারের কোনো একজন সদস্য নিখোঁজ হয়েছেন।

এদিকে, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন অভিযানে বিন লাদেনের খালিদ নামে এক ছেলে নিহত হয়েছেন। তবে, ওই সময় হামজা নামে কোনো ছেলে সেখানে ছিল কিনা তা তারা জানে না বলে জানায়। যদিও পাকিস্তনের হেফাজতে থাকা তিন স্ত্রীর মধ্যে একজন তার মা।

মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে তারা ওই কম্পাউন্ড থেকে বিন লাদেনের মৃতদেহ ছাড়া আর কাউকে নেয়নি।

এদিকে, পাকিস্তানের হেফাজতে থাকা তিন স্ত্রীর সঙ্গে কথা বলার অনুমতি চাইলে প্রথমে পাকিস্তান আপত্তি জানিয়েছিল। তবে, একজন মার্কিন কর্মকর্তা গত সোমবার জানান, খুব শিগগির বিষয়টি নিয়ে আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান।

তবে আলোচনার কোনো দিন তারিখ এখনো ঠিক হয়নি।

আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন তার জীবদ্দশায় পাঁচবার বিয়ে করেছেন। তার সন্তানের সংখ্যা কমপক্ষে ১৮ জন বলে জানা যায়। তবে বাবার প্রতিষ্ঠিত সংগঠন আল কায়েদার নেতৃত্ব দেওয়ার মতো অবস্থানে কেউ নেই।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, মে ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।