ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুটিয়ে যাওয়া মার্কিনিরা কর সুবিধা পাবে না

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মে ১১, ২০১১
মুটিয়ে যাওয়া মার্কিনিরা কর সুবিধা পাবে না

ইলিনয়: যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অনারগা আসনের সিনেটর বলেছেন, যাদের স্থূল সন্তান রয়েছে তাদের কর হ্রাসের  (ট্যাক্স ডিডাকশান) সুবিধা দেওয়া উচিত নয়। সিনেটর শন কালট্রা বলেন, সন্তান স্থূল হওয়ার জন্য বাবা-মার একটা দায় রয়েছে।

এ কারণে অতিরিক্ত ওজনের শিশুদের বাবা-মারা কর হ্রাসের সুবিধা না দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

অবশ্য রাজ্য সিনেট সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক পরিবারকে ২ হাজার ডলার কর হ্রাসের বিরুদ্ধে তিনি কোনো আইন প্রণয়নের কথা বলেননি। তবে মঙ্গলবার যখন, আইনসভার সদস্যরা অঙ্গরাজ্যে মানুষের ব্যাপকভাবে মোটা হয়ে যাওয়া ঠেকাতে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কথা উঠান তখন তিনি এ ধারণাটি উপস্থাপন করেন।

ইলিনয় অঙ্গরাজ্যে প্রতি পাঁচ শিশুর মধ্যে একজনই স্থূল। প্রাপ্ত বয়স্কদের মধ্যে ৬২ শতাংশই অতিরিক্ত ওজনের অধিকারী। এ মহামারি ঠেকাতে রাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞরা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার নিষিদ্ধ করা এবং জাঙ্ক ফুডের ওপর বিধিনিষেধ আরোপসহ পুষ্টি বিষয়ে বিভিন্ন সমাধানের কথা বলেছে।

সিনেটের জনস্বাস্থ্য কমিটি বিভিন্ন পানীয় দ্রব্যের ওপর ট্যাক্স বাড়ানোর কথা বিবেচনা করছে। এতে করে এসব দ্রব্য ক্রয় নিরুৎসাহীত হবে বলে তাদের ধারণা। তবে আইনপ্রণেতারা এ নীতি প্রণয়নে নিরুৎসাহী। কারণ এতে করে এসব শিল্পে জড়িত ৪০ হাজারেরও বেশি ইলিনয়বাসীর রোজগার হুমকির মুখে পড়তে পারে।

এ ব্যাপারে রকফোর্ডের সিনেটর ডেভ সিবারসন বলেন, এসব বিধিনিষেধ আরোপের চেয়ে বরং রাজ্যে রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

তবে পূর্বে বিভিন্ন সময় পরিচালিত গবেষণায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে চর্বি জাতীয় খাদ্যের প্রধান উৎস বিভিন্ন পানীয় দ্রব্যের ওপর নিয়ন্ত্রণ আরোপই ছিল প্রধান টার্গেট। গত বছর যুক্তরাষ্ট্রের ২৩টি অঙ্গরাজ্যে একই ধরনের ট্যাক্স আরোপ পরিকল্পনার প্রস্তাব করা হয়। তবে বিরোধীদের চাপে তা আর আইন আকারে আসতে পারেনি।

এদিকে, ইলিনয়ের বেভারেজ অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক টিম ব্র্যামলেট বলেন, ‘আমরা কখনো মূল্যছাড় দিই না এবং স্বাস্থ্য সমস্যা নিয়েও কোনো বিরোধে যাব না। আমরা শুধু এটা বলছি যে, কমল পানীয়ের ওপর এ কর আরোপ ভুল পথে যাচ্ছে। আর এটা স্বাস্থ্য সমস্যার কোনো সমাধান করবে না। এ ধরনের কর আরোপ শস্য উৎপাদনকারী কৃষকদের ক্ষতিগ্রস্ত করবে বলে দাবি করেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টারা বলছেন, এ নতুন কর আরোপের ফলে রাজ্যে বছরে প্রায় ৬০ কোটি রাজস্ব বাড়বে। এ বর্ধিত আয় শিশুদের স্থ’ূলতা ঠেকাতে এবং পুষ্টি উন্নয়নে ও রোগ-বালাই প্রতিরোধে ব্যয় করা হবে।

বর্তমানে ইলিনয়ে শুধু মোটা হওয়া ঠেকাতে ৪০০ কোটি ডলার খরচ করা হয়। ২০১৮ সালের মধ্যে এ ব্যয় ১৪শ কোটি ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। রাজ্যের জনস্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা এলিসা ব্যাসলার এ তথ্য জানান।

তবে সিনেটররা বলছেন, ট্যাক্স হ্রাস সুবিধা দেওয়ার আগে তারা স্থূলতা হ্রাসে অন্য সমাধানও খুঁজছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।