ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মে ১১, ২০১১
বিশ্বের সবচেয়ে উঁচু ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার ১৪৭তম তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। মঙ্গলবার পুলিশের উদ্ধৃতি দিয়ে একটি জাতীয় দৈনিকে খবরটি বেরিয়েছে।



আত্মহত্যাকারী ওই ব্যক্তির বয়স ৩০-এর কাছাকাছি। গত বছর নির্মাণ কাজ শেষ হওয়া ১৬০ তলা বিশিষ্ট ওই ভবনটি থেকে এই প্রথম এমন ঘটনা ঘটল।

দুবাইয়ের পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, ‘বুর্জ খলিফায় একটি আত্মহত্যার ঘটনার ব্যাপারে আমরা ফোন পেয়েছি। এর পরপরই সেখানে তদন্তকারী দল সেখানে পাঠানো হয়েছে। ’

তদন্তে জানা গেছে, আত্মহত্যাকারী লোকটি ওই ভবনের একটি কোম্পানিতে চাকরি করতেন। ১০৮তম তলার বারান্দায় এসে আছড়ে পড়ে তিনি। বিশ্বের সবচেয়ে উঁচু ওই ভবনটির উচ্চতা ৮২৮ মিটার।

বাংলাদেশ সময়; ১৩৪৩ ঘণ্টা, মে ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।