ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্ডিয়ানা রাজ্যের গভর্নর: বারাক ওবামা হেরে যাবেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মে ১১, ২০১১
ইন্ডিয়ানা রাজ্যের গভর্নর: বারাক ওবামা হেরে যাবেন

ইন্ডিয়ানাপোলিস:যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর মিচ ড্যানিয়েলস মনে করেন,  ২০১২ এর নির্বাচনে প্রেসিডেন্ট বারাক ওবামা তার কাছে পরাজিত হবেন। তবে তিনি নির্বাচনে লড়বেন কিনা এ ব্যাপারে সিদ্ধান্তহীনতার মধ্যে আছেন।



রিপাবলিকান দলের ওই গভর্নর মঙ্গলবার নির্বাচনে বিজয়ী হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ড্যানিয়েলস বলেন, কিন্তু তিনি আসলে হোয়াইট হাউজে যাওয়া না যাওয়ার বিষয় নিয়ে মোটেও ভাবছেন না। ইন্ডিয়ানা রাজ্যের সরকারি কর্মকর্তাদের সম্মননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিক দের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

বারাক ওবামার সঙ্গে বিদেশনীতি নিয়ে তিনি কোন বিতর্কে যেতে চান না। এই মন্তব্য করার এক সপ্তাহ পরে ড্যানিয়েলস নির্বাচন নিয়ে ওই মন্তব্য করলেন।

ড্যানিয়েলস বলেন, মনোনয়নের ব্যাপারে তিনি খুব শিগগিরই সিদ্ধান্ত নেবেন।
স্পিকার জন বোয়েনার (রিপাবলিকান) মঙ্গলবার এনবিসির ‘টুডে’ অনুষ্ঠানে বলেন, তিনি (ড্যানিয়েলস) যদি  ইন্ডিয়ানা থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত সংস্কার আনতে পারেন, তাহলে তিনি খুশি হবেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।