ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফি বাহিনীকে হটিয়ে মিসরাতা বিমানবন্দরের দখল নিয়েছে বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মে ১১, ২০১১
গাদ্দাফি বাহিনীকে হটিয়ে মিসরাতা বিমানবন্দরের দখল নিয়েছে বিদ্রোহীরা

ত্রিপোলি: গাদ্দাফি বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর লিবিয়ার দক্ষিণাঞ্চলের মিসরাতা শহরের বিমানবন্দরের দখল নিয়েছে বিদ্রোহী বাহিনী। ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা সংবামাধ্যমকে এ খবর নিশ্চিত করেছে।



বিদ্রোহীরা বিমানবন্দরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানা গেছে। এসময় শহরের সড়কগুলোতে শত শত মানুষকে আনন্দ-উল্লাস করতে দেখা গেছে।

এসময় বিদ্রোহীরা গাদ্দাফি বাহিনীর ফেলে যাওয়া ট্যাংক ও অন্যান্য সমরাস্ত্রে আগুন ধরিয়ে দেয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১১ মে, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।