ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উগান্ডার বিরোধী নেতা কিজা বিসিগিকে বাড়ি ফেরার অনুমতি দেয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, মে ১১, ২০১১

কামপালা: উগান্ডার বিরোধী নেতা কিজা বিসিগি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন, তাকে বাড়িতে ফিরে যাবার অনুমতি দেয়া হয়েছে। যদিও এর আগে তাকে আটক রাখা হয়েছিল।

এর আগে কিজা বিসিগিকে কেনিয়ার নাইরোবি থেকে চিকিৎসা শেষে দেশে ফিরতে নিষেধ করা হয়েছিল। উগান্ডা সরকার তার বাড়ি ফেরার পথে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বলে জানিয়েছে।

দেশটির নতুন প্রেসিডেন্ট ইউরি মুসাভেনি বৃহস্পতিবার শপথ নেন। কিজা বিসিগি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে ইউরি মুসাভেনির কাছে হেরে যান।  

বিসিগি নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনেন। দুইসপ্তাহ আগে এক বিক্ষোভ চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়। এতে তার চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে বিসিগি কেনিয়ার নাইরোবি বিমানবন্দর থেকে জানান, উগান্ডা সরকার কেনিয়া বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে জানান, তাকে কেনিয়ার কোন বিমান বহন করলে উগান্ডা তার দেশে সে বিমান অবতরণ করতে দেবে না। কিন্তু তার পরেই তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, তাকে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।      

তিনি অবশ্য জানান, তার স্ত্রী বিমান কর্মকর্তাদের সঙ্গে আপোষ রফা করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মে ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।