ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিভিন্ন মহলের অভিনন্দন

মনসুর আহমদ মকিস গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের জয়েন্ট সেক্রেটারি

স্টাফ করেসপন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, মে ১২, ২০১১
মনসুর আহমদ মকিস গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের জয়েন্ট সেক্রেটারি

ওয়েলস: ওয়েলসের কমিউনিটি লিডার মনসুর আহমদ মকিস সম্প্রতি গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছে।

এদের মধ্যে রয়েছেন গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের মৌলভীবাজার জেলা শাখার চেয়ারপার্সন সৈয়দ মহসীন আলী এমপি ও সাধারণ সম্পাদক অধ্যাপক ছাদিক আহমেদ।



আরো অভিনন্দন জানিয়েছেন- মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি মজিবুর রহমান মুজিব, গ্রেটার সিলেট কাউন্সিল ক্রাউন ওয়েলসের চেয়ারপার্সন শাহ্ আতাউর রহমান মধু, সাধারণ সম্পাদক মো. সারোয়ার ও ট্রেজারার আবুল কালাম মুমিন, বাংলাদেশ ক্যাটারার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল আতিক কায়সার ও সাধারণ সম্পাদক আহমদ সামী, নিউপোর্ট  বাংলাদেশ ওয়েল ফেয়ারের চেয়ারম্যান মো. তাহের জিন্নাহসহ অনেকে।

মিস্টার মকিস একাধারে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েল ফেয়ার কাউন্সিল ইন ইউকের ক্রাউনওয়েলস রিজিওনের সাবেক চেয়ারপার্সন ও কার্ডিফ বাংলা স্কুলের চেয়ারম্যান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ফাউন্ডেশনের চিফ কো-অর্ডিনেটর, সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি লিডার।

বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, মে ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।