ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাহুল গান্ধী জামিনে মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মে ১২, ২০১১
রাহুল গান্ধী জামিনে মুক্ত

লাক্ষ্ণৌ: ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীকে গ্রেপ্তারের পর আড়াই ঘণ্টা পর বুধবার মধ্যরাতে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

বুধবার উত্তরপ্রদেশের ভাট্টা পারসাউল গ্রাম থেকে রাহুলকে আটক করা হয়।

এর আগে তিনি কৃষকদের সঙ্গে একটি আন্দোলনে যোগ দেন। উত্তরপ্রদেশ রাজ্যের মায়াবতির সরকার বেআইনীভাবে কৃষকদের জমি অধিগ্রহণ করেছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে কৃষকরা বিক্ষোভ করে আসছিল।

কৃষকদের ধর্না বিক্ষোভ কর্মসূচির স্থান থেকে রাহুলকে গ্রেপ্তার করা হয়। এর আড়াই ঘণ্টা পর মধ্যরাতে তিনি জামিনে মুক্তি পান। দিল্লি ও উত্তরপ্রদেশের সীমান্তবর্তী এলাকায় রাহুলকে ছেড়ে দেওয়া হয়। রাজ্য কংগ্রেসের প্রধান নেতা রিতা বহুগুনা যোশিসহ দিগি¦জয় সিং ও রাজ বাব্বরকেও রাহুলের সঙ্গে জামিনে ছেড়ে দেওয়া হয়। এর আগে তাদেরও রাহুলের সঙ্গে গ্রেপ্তার করা হয়।

রাজ্য সরকারের জানিয়েছে, রাত আটটায় জেলা প্রশাসন কংগ্রেসের কাছ থেকে একটি চিঠি পায়। এতে তারা ভাট্টা পারসাউল এলাকায় র‌্যালি করার কথা জানায়। সুতরাং আইন-শৃঙ্খলায় বিঘœ ঘটবে এমন আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। এরপরও সেখানে বিক্ষোভে অংশ নেন রাহুল গান্ধী। এ কারণে রাহুলসহ বিভিন্ন নেতৃবৃন্দকে হেফাজতে নেওয়া হয়। রাজ্যের মন্ত্রিসভার সচিব শশাঙ্ক শেখর সিং এসব কথা বলেন।

রাহুল কৃষকদের সঙ্গে প্রায় ১৫ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তাদের অধিকারের প্রতি তিনি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। কৃষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের দাবি-দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি। ’

বিক্ষোভরত কৃষকরা জানান, প্রতি বর্গমিটার জমির দাম তাদের ৮০০ রুপি করে দেওয়া হচ্ছে। একইজমি ডেভলপারদের কাছে বিক্রি হয়েছে ৩২০০ রুপিতে। ওই ডেভলপাররাই এখন আবাসিক এলাকা হিসেবে প্রতি বর্গমিটার জমি বিক্রি করছে ১৪ হাজার রুপিরও বেশি অর্থে।

এদিকে, রাহুলের গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। কংগ্রেসের নেতারা তীব্র নিন্দা জানিয়েছে। ভাট্টা পারসাউল এলাকায় পরিদর্শনের জন্য সমালোচনা করেছে প্রধান বিরোধী দল বিজেপি।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মে ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।