আম্মান: সিরিয়ার দুইটি শহরের আবাসিক এলাকায় বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনী ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণ করেছে। এতে সারা দেশে কমপক্ষে ১৯ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে।
১১ বছরের শাসনামলে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সবচেয়ে সঙ্কটময় সময় পার করছেন। গত সাত সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ দমনে তিনি রাস্তায় সেনা বাহিনী নামিয়েই ক্ষান্ত হননি গত দুই সপ্তাহ আগে ট্যাঙ্ক বহরও নামিয়েছেন।
সিরিয়াতে জাতীয় মানবাধিকার সংগঠনের প্রধান আম্মার কুরাবি বলেন, দেরা শহর থেকে ৬০ কিলোমিটার দূরে হারা শহরে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। শহরের চারটি বাড়িতে ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণ করলে এদের বেশিরভাগ প্রাণ হারান। এর মধ্যে একটি শিশু ও একজন নার্সও রয়েছেন।
সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের আবাসিক এলাকায় ভারী গোলা বর্ষণে কমপক্ষে ৫ জন এবং নিজ বাসভবনের সামনে স্নাইপারের গুলিতে অপর একজন নিহত হন বলে ওই শহরের একজন মানবাধিকার কর্মী জানান।
মানবাধিকার কর্মী নাজাতি তায়ারা বলেন, শহর এলাকায় নিরাপত্তা বাহিনী রীতিমত সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছে।
এ হত্যাকাণ্ডের খবরে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। সিরিয়া সরকার এখন আন্তর্জাতিক গণমাধ্যম সেদেশে নিষিদ্ধ করেছে। সে কারণে সেখানে প্রকৃত পক্ষে কী ঘটছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এদিকে, বুধবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদস্য পদে প্রার্থীতা প্রত্যাহার করেছে সিরিয়া। জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারি বলেন, তারা এ বিষয়টি পুনর্বিবেচনা করবে। ২০১৩ সালে তারা আবার চেষ্টা করবেন বলে জানান তিনি।
তবে মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইচ বলছেন, এশীয় দেশগুলোর আপত্তির কারণেই সিরিয়ার প্রার্থীতা বাদ পড়েছে। দেশটিতে সাম্প্রতিক বিক্ষোভে শান্তিকামী আন্দোলনকারীদের দমনণ্ডপীড়ন এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে তারা সমর্থন প্রত্যাহার করায় এটি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মে ১২, ২০১১