ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির বাসভবনে ফের রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মে ১২, ২০১১
গাদ্দাফির বাসভবনে ফের রকেট হামলা

বেনগাজি: লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বাসভবন বাব আল-আজিজিয়ার ওপর বৃহস্পতিবার চারটি রকেট হামলা চালিয়েছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। এতে দুইজন নিহত হয়েছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ খবর বেরিয়েছে।

রকেট বিস্ফোরণের পর ত্রিপোলির কেন্দ্রস্থলে সাইরেন বেজে ওঠে এবং দুটি জরুরি গাড়ি বাব আল-আজিজিয়ার উদ্দেশে রওনা হয়। লিবিয়ার সরকার হামলার স্থানটি সাংবাদিকদের দেখান।

এর আগে গত ১ মে গাদ্দাফির বাসভবনে ন্যাটো বাহিনীর হামলায় তার ছেলে সাইফ আল গাদ্দাফি ও তিন নাতি-নাতনি নিহত হয়।

বৃহস্পতিবারের এই হামলার আগের দিন লিবিয়ার বিদ্রোহী বাহিনী জাতীয় অন্তর্বর্তী পরিষদের মুখপাত্র মিসরাতা শহরের একটি বিমানবন্দর দখলে নিয়েছে বলে জানান। তবে সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম বলেন, কিছুক্ষণের জন্য বিমানবন্দরটি বিদ্রোহীদের দখলে চলে গেলেও পরে তা সরকারের পুনর্দখলে নেওয়া হয়। মিসরাতা মূলত সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

বিদ্রোহীদের মুখপাত্র শামসিদ্দিন আবদুলমোল্লা বলেন, যুদ্ধবিধ্বস্ত মিসরাতা শহরটির দক্ষিণাঞ্চলের বিমানবন্দরটি বিপ্লবীরা দখলে নেয়। তবে বুধবার রাতে মোহাম্মদ নামের এক বিদ্রোহী বলেন, তারা বিমানবন্দরের দখল নিয়েছেন।

গত মার্চ থেকে ন্যাটো যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র দিয়ে লিবিয়ায় হামলা চালানো হচ্ছে। মুয়াম্মার গাদ্দাফির ৪২ বছরের শাসনক্ষমতার বিরুদ্ধে দেশটিতে গত তিনমাস ধরে বিক্ষোভ চলছে। পশ্চিমা দেশগুলো গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

আগামী শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ন্যাটোর মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন আলোচনায় বসছেন। লিবিয়ায় মিত্র বাহিনীর ভূমিকা কী হবে তা নিয়ে তারা আলোচনা করবেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।