ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দু’সপ্তাহ পর জনসমক্ষে গাদ্দাফি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মে ১২, ২০১১
দু’সপ্তাহ পর জনসমক্ষে গাদ্দাফি

ত্রিপোলি: দুই সপ্তাহেরও বেশি সময় পর বৃহস্পতিবার লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে। টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, রাজধানী ত্রিপোলিতে একটি হোটেলে তিনি আদিবাসী নেতাদের সঙ্গে বৈঠক করছেন।



টিভি অনুষ্ঠানের উপস্থাপক বলছেন, বৈঠকটি বুধবার অনুষ্ঠিত হয়। এ কথা বলার সময় ক্যামেরা জুম করে পেছনে তারিখ লেখা পর্দার ওপর ক্লোজ করা হয়।

সর্বশেষ গত ৩০ এপ্রিল কর্নেল গাদ্দাফি জনসমক্ষে আসেন। এদিন, ন্যাটোর হামলায় তার তিন নাতিনাতনিসহ ছোট ছেলে সাইফ আল আরব নিহত হন বলে সরকার পক্ষে জানানো হয়।
এর পর থেকে জনসমক্ষে না আসায় অনেকেই ভাবতে শুরু করেন তিনি আহত অথবা নিহত হয়েছেন।

টিভি ফুটেজে দেখা যায়,  তার সঙ্গে সাক্ষাত করতে আসা আদিবাসী নেতাদের দেখিয়ে তিনি বলছেন, আমরা বিশ্বকে বলছি; এরা লিবীয় আদিবাসীদের প্রতিনিধি। এ সময় তিনি অনেকের নাম উচ্চারণ করেন।
 
গাদ্দাফির পরনে ছিল বাদামি রংয়ের গাউন, মাথায় হ্যাট এবং চোখে সানগ্লাস। ছোট একটি গোলটেবিলের কাছে তিনি আর্মচেয়ারে বসা ছিলেন।
 
তার বক্তব্যের ফাঁকে একজন বৃদ্ধ বলেন, আপনি অবশ্যই বিজয়ী হবেন।

তবে ফুটেজে কোনো তারিখ ছিল না। নিরপেক্ষ সূত্রে এটাও নিশ্চিত করা যায়নি, বৈঠকটি বুধবারেই অনুষ্ঠিত হয়েছিল কি না।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মে ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।