ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্কুলে মেয়েরা স্কার্ট পরলে ছেলেরা শর্টস কেন নয়?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মে ১২, ২০১১
স্কুলে মেয়েরা স্কার্ট পরলে ছেলেরা শর্টস কেন নয়?

লন্ডন: স্কুলে মেয়েরা স্কার্ট পরতে পারলেও ছেলেরা শর্টস পরতে পারবে না। এ ‘বৈষম্যের’ প্রতিবাদ জানাতে ইংল্যান্ডের ক্যামব্রিজশায়ারে স্কার্ট পরে স্কুলে গেলো ১২ বছর বয়সী এক বালক।



ক্যামব্রিজের নিকটে ইমপিংটন ভিলেজ কলেজ কর্তৃপক্ষ মেয়েদের স্কার্ট পরার অনুমতি দিলেও গরমের সময় ছেলেদের শর্টস পরার অনুমতি না দেওয়ায় ক্রিস হোয়াইটহেড নামের ওই বালক স্কার্ট পরেই স্কুলে যান।

ক্রিসের এ অভিনব প্রতিবাদের পর কর্তৃপক্ষ এ বছরের শেষ দিকে ‘ইউনিফর্ম পলিসি’ পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে।

ক্রিস বলেন, ‘স্কুলে স্কার্ট পরায় অনেকেই আমাকে দেখে হাসাহাসি করলেও আমি কিছু মনে করিনি। আমি মনে করি, যা করেছি তা ভালোর জন্যই করেছি। আমার বিশ্বাস অনেকেই আমার সঙ্গে একমত হবেন এবং এতে নিশ্চয়ই একটা পরিবর্তন আসবে। ’

স্কুলে ক্রিসের কয়েকজন বন্ধু জানান, ক্রিস যা করেছে সেটা অস¦াভাবিক মনে হলেও এটা খুবই সাহসী কাজ।

স্কুলের একজন মুখপাত্র একে ‘স্বাধীনতা’ ও ‘স্বাতন্ত্র্য’ আখ্যা দিয়ে প্রশংসা করেছেন।

ক্রিসের বাবা ব্রায়ান হোয়াইটহেড জানান, ক্রিসকে নিয়ে আমরা গর্বিত। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তুমি যা করতে যাচ্ছে সে ব্যাপারে তুমি নিশ্চিত তো? ক্রিস কাঁধ ঝাঁকিয়ে তার দৃঢতার কথা জানায়।

ক্রিস বিবিসিকে জানায়, ভবিষ্যতে রাজনীতিতে জড়ানোর ইচ্ছা আছে তার। এজন্য সে ব্রিটেনের হাউজ অব কমন্স থেকেই শুরু করতে চায়।

সামাজিক যোগাযোগের সাইট টুইটারেও এ ঘটনায় ব্যাপক সাড়া পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মে ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।