লাহোর: পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে রাজনৈতিক কর্মকা- বন্ধ করতে এবং নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন সেদেশের আদালত।
লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি ইজাজ আহমদ চৌধুরীর নেতৃত্বে চার বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এ নির্দেশ দেন।
দেশের প্রেসিডেন্ট এবং একই সঙ্গে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি রিট পিটিশনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
৩৫ পৃষ্ঠার রায়ে আদালত উল্লেখ করেন, প্রেসিডেন্ট কোনো রাজনৈতিক কর্মকা-ে জড়িত থাকতে পারবে না এবং তাকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে।
বেঞ্চ আরো বলে, ইতোমধ্যে সুপ্রিম কোর্ট বলেছে প্রেসিডেন্টকে দলের প্রধানের পদ ছাড়তে হবে। তাকে কাজ করতে হবে সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে।
হাইকোর্ট আশা করছে, প্রেসিডেন্ট আইনের প্রতি শ্রদ্ধা রেখে তার রাজনৈতিক পদ ত্যাগ করবেন।
জামাত উদ দাওয়া দলের প্রধান হাফিজ মুহাম্মদ সাইদের পরামর্শক আইজীবী একে দোগার রিট পিটিশন দাখিলকারীদের মধ্যে অন্যতম। ২০০৯ সাল থেকে কয়েকটি বেঞ্চ এ বিষয়ের ওপর শুনানি করেছেন।
উল্লেখ্য, জারদারি এখনো পিপিপি‘র সব ধরনের বৈঠকে সভাপতিত্ব করেন। তার ছেলে বিলাওয়াল দলের চেয়ারম্যান। তবে পড়াশুনার জন্য ব্রিটেনে অবস্থান করায় তিনি এখনো রাজনৈতিক কর্মকা- শুরু করেননি।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মে ১২, ২০১১