ঢাকা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি ডেথ ক্যাম্পে ২৮ হাজারেরও বেশি ইহুদি হত্যায় জড়িত থাকার অভিযোগে জার্মানির একটি আদালত জন ডেমজানজুক নামে এক ক্যাম্প প্রহরীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।
আদালতের কৌসুলিরা বলেছেন, ইউক্রেন বংশোদ্ভূত ডেমজানজুকের বর্তমান বয়স ৯১ বছর।
ডেমজানজুক অবশ্য প্রহরী থাকার কথা নাকোচ করে দিয়ে বলেছেন, তিনি ওই সময় ক্যাম্পে বন্দি ছিলেন এবং নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ডেমজানজুকের আইনজীবী জানান, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
প্রধান বিচারক রালফ অ্যাল্ট আদালতে বলেন, বিবাদী (ডেমজানজুক) ২৭ মার্চ ১৯৪৩ থেকে মধ্য সেপ্টেম্বর ১৯৪৩ পর্যন্ত সোবিবর ক্যাম্পে প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেন।
অ্যাল্ট বলেন, প্রহরী হিসেবে দায়িত্ব পালনকালে ডেমজানজুক কমপক্ষে ২৮ হাজার নিরীহ লোককে হত্যার সঙ্গে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোবিবর গ্যাস চেম্বারে আনুমানিক আড়াইলাখ লোককে হত্যা করা হয়। যাদের বেশিরভাগই ইহুদি।
২০০৯ সালে ডেমজানজুককে বিচারের জন্য যুক্তরাষ্ট্র থেকে জার্মানিতে আনা হয়। তখন থেকেই তিনি কারাগারে আছেন। ডেমজানজুকের পারিবার থেকে বলা হয়, সে খুবই অসুস্থ। তার প্রাপ্য সে আগেই পেয়ে গেছে।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, মে ১২, ২০১১