ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা হামলায় নিহত ৮০

লাদেন হত্যার প্রতিশোধ তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মে ১৩, ২০১১
লাদেন হত্যার প্রতিশোধ তালেবানের

ইসলামাবাদ: পাকিস্তানে জোড়া হামলার দায় স্বীকার করেছে তালেবান। পাকিস্তানি তালেবান এক বিবৃতিতে জানিয়েছে, আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন হত্যার প্রতিশোধ নিতেই তারা এ হামলা চালিয়েছে।

খবর রয়টার্সের।

পাকিস্তান তালেবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান রয়টার্সকে টেলিফোনে জানান, বিন হত্যার প্রতিশোধ নিতে এটি প্রথম হামলা। এরকম আরো হামলা হবে।

এর আগে শুক্রবার সকালের দিকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি আধাসামরিক বাহিনীর প্রশিক্ষণ একাডেমিতে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮০ জন নিহত হয়। আহত হয় হয়েছে আরও বেশ কয়েকজন।

কর্মকর্তারা জানান, চরসাড্ডা জেলার শবকদরে একটি প্রশিক্ষণ কেন্দ্রে দুজন আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে।

গত ২ মে মার্কিন বিশেষ বাহিনীর গোপন অভিযানে পাকিস্তানের অ্যাবোটাবাদ এলাকায় আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার পর এটাই সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা।

এর পরই জঙ্গিগোষ্ঠীগুলো লাদেন হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে।

শবকদর অঞ্চলের পুলিশ কর্মকর্তা জাহানজেব খান বলেন, ‘দুটি বোমা বিস্ফোরিত হয়েছে। ’ নতুন প্রশিক্ষিত ক্যাডেটরা তাদের সংক্ষিপ্ত শিক্ষা সমাপ্ত করে বাসযোগে রওনা হওয়ার সময় এ হামলা চালানো হয়।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মে ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।