ইসলামাবাদ: পাকিস্তানে জোড়া হামলার দায় স্বীকার করেছে তালেবান। পাকিস্তানি তালেবান এক বিবৃতিতে জানিয়েছে, আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন হত্যার প্রতিশোধ নিতেই তারা এ হামলা চালিয়েছে।
পাকিস্তান তালেবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান রয়টার্সকে টেলিফোনে জানান, বিন হত্যার প্রতিশোধ নিতে এটি প্রথম হামলা। এরকম আরো হামলা হবে।
এর আগে শুক্রবার সকালের দিকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি আধাসামরিক বাহিনীর প্রশিক্ষণ একাডেমিতে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮০ জন নিহত হয়। আহত হয় হয়েছে আরও বেশ কয়েকজন।
কর্মকর্তারা জানান, চরসাড্ডা জেলার শবকদরে একটি প্রশিক্ষণ কেন্দ্রে দুজন আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে।
গত ২ মে মার্কিন বিশেষ বাহিনীর গোপন অভিযানে পাকিস্তানের অ্যাবোটাবাদ এলাকায় আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার পর এটাই সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা।
এর পরই জঙ্গিগোষ্ঠীগুলো লাদেন হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে।
শবকদর অঞ্চলের পুলিশ কর্মকর্তা জাহানজেব খান বলেন, ‘দুটি বোমা বিস্ফোরিত হয়েছে। ’ নতুন প্রশিক্ষিত ক্যাডেটরা তাদের সংক্ষিপ্ত শিক্ষা সমাপ্ত করে বাসযোগে রওনা হওয়ার সময় এ হামলা চালানো হয়।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মে ১৩, ২০১১