ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির বিরুদ্ধে শিগগির আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা আসছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, মে ১৩, ২০১১
গাদ্দাফির বিরুদ্ধে শিগগির আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা আসছে

জেনেভা: আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) চলতি মাসের শেষের দিকে লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি করতে পারে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাত্তিনি বৃহস্পতিবার এ তথ্য জানান।



তিনি বলেন, আইসিসির এ পরোয়ানা গাদ্দাফির বিরুদ্ধে যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে। সেই সঙ্গে এতে করে স্বেচ্ছা নির্বাসনের লক্ষ্যে তার পালিয়ে যাওয়াও অসম্ভব হয়ে পড়বে। ঠিক এ মুহূর্ত থেকে তার ক্ষমতা ছাড়া বা দেশ ছেড়ে যাওয়ার বিষয়টি শুধু কল্পনাতেই থাকল না।

এদিকে, আইসিসির মুখপাত্র কৌঁসুলি লুইস মোরেনো ওকাম্পো আল জাজিরাকে জানান, ফ্রাত্তিনির বিবৃতিতে তারা বিস্মিত।

গত ৪ মে ওকাম্পো আইসিসির বিচারকদের কাছে গাদ্দাফির গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছিলেন কিন্তু এখনো তিনি তা মঞ্জুর হওয়া বা আরো তথ্য চেয়ে কোনো নির্দেশনামার জন্য অপেক্ষা করছেন।

এর আগে ২৬ ফেব্রুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে গাদ্দাফির বিরুদ্ধে মানবাধিকারের বিরুদ্ধে অপরাধ তদন্তে আইসিসির প্রতি অনুরুধ জানায়। চলতি মাসের প্রথম দিক  থেকে তদন্তের কাজ শুরু করেছে আইসিসি।

এদিকে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে গাদ্দাফিবিরোধীদের পক্ষে যে হারে সমর্থন বাড়ছে তাতে তার বিরুদ্ধে খুব শিগগির গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিদ্রোহীদের কয়েকজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি বৃহস্পতিবার বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী এ দুই দেশ সফর করেছেন।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মে ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।