ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে লিবিয়ার বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মে ১৩, ২০১১
হোয়াইট হাউসে লিবিয়ার বিদ্রোহীরা

ওয়াশিংটন: লিবিয়ার বিদ্রোহীরা শুক্রবার হোয়াইট হাউসের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসছেন। মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে উচ্ছেদের লড়াইয়ে অর্থসহায়তা ও কূটনৈতিক সমর্থনের ব্যাপারে উভয়পক্ষ আলোচনা করবে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ খবর বেরিয়েছে।

লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদের নির্বাহী ব্যুরোপ্রধান মাহমুদ জেবরিল প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা টম ডনিলনসহ বিভিন্ন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন। এক বিবৃতিতে হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের শিক্ষিত জেবিল বিদ্রোহীদের কাছে জনপ্রিয় মুখ। তিনি যুক্তরাষ্ট্রে মুয়াম্মার গাদ্দাফির ১৮ কোটি মার্কিন ডলারের জব্দ সম্পদ বিদ্রোহীদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।

এর আগের দিন পরিষদের চেয়ারম্যান মুস্তাফা আবদেল জলিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় ক্যামেরন অন্তর্বর্তী পরিষদকে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

গত প্রায় তিনমাস ধরে বিদ্রোহীরা লিবিয়ার বেনগাজি শহর ও পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াই করছে। আর গাদ্দাফির অনুগত বাহিনী রাজধানী ত্রিপোলিসহ পশ্চিমের প্রায় পুরো অঞ্চলই নিয়ন্ত্রণে রেখেছে।

জাতিসংঘের অনুমোদের পর পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো লিবিয়ার ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। ব্রিটেন, ফ্রান্স, কানাডা হামলায় অংশ নিয়েছ।

বিদ্রোহীরা জানিয়েছে, তাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো পরিচালনা ও সেনাদের বেতন দেওয়ার জন্য জরুরিভিত্তিতে অর্থ দরকার।

এ ব্যাপারে জেবরিল বলেন, ‘সম্পদ জব্দ করার কারণে আমরা মারাত্মক অর্থ সংকটে পড়েছি। আমরা এই সুযোগটা (জব্দ সম্পদ) নিতে চাই। যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের সহায়তা করার আহ্বান জানাচ্ছি।

বৃহস্পতিবার গাদ্দাফির বাসভবনে ন্যাটো বাহিনী হামলা চালিয়েছে। বিমান হামলার কারণে বিদ্রোহীরা মিসরাতা বিমানবন্দরের দখল নিতে পেরেছে বলে জানায়।

তবে গাদ্দাফির মুখপাত্র মুসা ইব্রাহিম জানান, কিছু সময়ের জন্য বিদ্রোহীরা বিমানবন্দরটির নিয়ন্ত্রণ নিলেও পরে সরকারি বাহিনী সেটার দখলে নিয়ে নেয়। তিনি ন্যাটোর সমালোচনা করে বলেন, ‘ন্যাটো জোট নৈতিকতার তোয়াক্কা না করেই বিমান হামলা চালাচ্ছে। বোমা হামলা চালানোর কথা বলে লিবিয়ার জনগণকে অন্যত্র সরতে বলার কোনো অধিকার নেই ন্যাটোর। ’

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।